প্রতিবেদন : ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সংসদীয় কক্ষে আলোচনার প্রতিশ্রুতি দিয়েও তা রাখলেন না রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। শুধু তা-ই নয়, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের সাংসদেরা ডুপ্লিকেট এপিক ইস্যুতে আলোচনার দাবি তুলে যেসব নোটিশ জমা দিয়েছিলেন রাজ্যসভায়, সেই নোটিশও মঙ্গলবার খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান৷ এর প্রতিবাদে পয়েন্ট অফ অর্ডার তুলে মঙ্গলবার রাজ্যসভায় প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদ দোলা সেন৷ এর পরেও নিজের অবস্থানে অনড় থাকেন চেয়ারম্যান ধনকড়৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যসভা থেকে ওয়াক-আউট করেন তৃণমূল সাংসদেরা৷
আরও পড়ুন-আজ থেকে জেলায় জেলায় শুরু ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, সংসদ চলছে প্রায় এক মাস হয়ে গেল৷ এই সময়ের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির সাংসদেরা বারবার নোটিশ পেশ করে এপিক নিয়ে আলোচনার দাবি করেছেন৷ আমাদের দলনেতা ডেরেক ও’ব্রায়ান নিজে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে সংসদীয় কক্ষে এপিক ইস্যুতে আলোচনার দাবি করেন৷ এর পরেও শাসক শিবির নীরব৷ এমনকী গত শুক্রবার বিরোধীরা যে নোটিশ দিয়েছিলেন সেগুলির রুলিং পর্যন্ত দেওয়া হয়নি৷ আমরা রুলিংয়ের দাবি তুলেছি৷ সংসদে এপিক ইস্যুতে আলোচনার জন্য সোচ্চার হয়েছি৷ চেয়ারম্যান আমাদের দাবি না মানায় আমরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছি৷ এদিন রাজ্যসভায় ভুয়ো ভোটার ইস্যুতে আলোচনার জন্য নোটিশ জমা দেন দোলা সেন, নাদিমুল হক, সুস্মিতা দেব, সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ। সেই নোটিশ মঙ্গলবার খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান৷ এর প্রতিবাদে পয়েন্ট অফ অর্ডার তুলে মঙ্গলবার রাজ্যসভায় প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদ দোলা সেন৷ এর পরেও নিজের অবস্থানে অনড় থাকেন চেয়ারম্যান ধনকড়৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদেরা৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দোলা সেন বলেন, সংসদ চলছে প্রায় এক মাস হয়ে গেল৷ এই সময়ের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির সাংসদরা বারবার নোটিশ পেশ করে এপিক নিয়ে আলোচনার দাবি করেছেন৷ আমাদের দলনেতা ডেরেক ও’ব্রায়ান নিজে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে সংসদীয় কক্ষে এপিক ইস্যুতে আলোচনার দাবি করেন৷ এর পরেও শাসক শিবির নীরব৷ এমনকী গত শুক্রবার বিরোধীরা যে নোটিশ দিয়েছিল সেগুলির রুলিং পর্যন্ত দেওয়া হয়নি৷ আমরা রুলিংয়ের দাবি তুলেছি৷ সংসদে এপিক ইস্যুতে আলোচনার জন্য সোচ্চার হয়েছি৷ চেয়ারম্যান আমাদের দাবি না মানায় আমরা রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করেছি।