পুরভোটে প্রথমবার ফালাকাটা পুরসভা

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলায় মোট দুটি পুরসভা, একটি আলিপুরদুয়ার, অপরটি সবেমাত্র পুরসভার মর্যাদা পাওয়া ফালাকাটা (Falakata)। সম্প্রতি পুরসভার ভোটের জন্য এই দুই পুরশহরের প্রার্থীতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের ২০টি ওয়ার্ডের মধ্যে ১৯টি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা করেন। ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী দলের অনুমতিক্রমে আজ মনোনয়ন জমা দেবেন। ফালাকাটার (Falakata) মোট ১৮টি ওয়ার্ডের সমস্ত প্রার্থীই মঙ্গলবার মনোনয়ন জমা করেন। দুই পুরসভা মিলে মোট ৩৭ জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিপুরদুয়ার মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন। তৃণমূল কংগ্রেসের দলীয় দফতর থেকে মিছিল করে প্রার্থীদের নিয়ে নমিনেশন জমা করেন জেলা তৃণমূল নেতৃত্ব। এই মিছিলে পা মিলিয়েছেন সাধারণ মানুষও। আর তাতেই মিলেছে বিপুল সমর্থনের বার্তা। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, ‘‘বিরোধীরা কী বলছেন তাতে আমাদের মাথাব্যথা নেই। মানুষ আমাদের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে।”

Latest article