বিজেপির বিরুদ্ধে লড়তে ব্যর্থ, গোয়ায় কংগ্রেসকে চাঁচাছোলা আক্রমণ ফালেরিওর

Must read

প্রতিবেদন : বাংলা থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন পেশ করেছেন তিনি। জয় সুনিশ্চিত। বৃহস্পতিবার গোয়ায় আত্মবিশ্বাসী লুই জিনহ ফালেরিও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, কংগ্রেস দলটা বিধায়ক বেচার হোলসেলার৷ বিজেপির কাছে অন্তত ১৬ জন বিধায়ককে কংগ্রেস বিক্রি করেছে। গোয়ার মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছিল। বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিল। কিন্তু গোয়ার মানুষের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। এখন ওরা নীতিকথা শেখাচ্ছে। ভোট সামনে আবার মাঠে নেমে পড়েছে। ওদের কোনও অধিকার নেই গোয়াবাসীর কাছে ভোট চাওয়ার।

সংসদে গিয়ে তিনি যে গোয়ার মানুষদের দুর্দশার কথা তুলে ধরবেন বিজেপির সরকার গোয়ার গোয়ার জন্য যে আসলে কিছুই করেনি তাও জানাবেন দেশবাসীকে। রাজ্য সভার সাংসদ পদ যে তাঁর কাছে রিটায়ারমেন্ট বেনিফিট নয় তাও জোর গলায় জানিয়েছেন ফালেরিও। তৃণমূল কংগ্রেস কেন গোয়ায় আসছে তা নিয়ে অনেকে অনেক কিছু বলছে। ফালেরিও বলেন, তৃণমূল কংগ্রেস গোয়ায় ভোট ভাগ করতে নয় গোয়ার মানুষের অধিকারের জন্য লড়াই করবে। জিতবে। সংসদেও এই অধিকারের কথা বলবে তৃণমূল কংগ্রেসের সব সাংসদরাই।

আরও পড়ুন : বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আমি এখন আর একা নই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হবে। এদিন গোয়ার পানাজীর দলীয় দফতের এভাবেই আক্রমণাত্মক ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি লুই জিনহ ফালেরিও।

গোয়ার খনি সংক্রান্ত সমস্যা দীর্ঘ দিনের। গোয়ার বিজেপি সরকার এই সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেয় নি। অভিযোগ গোয়া ফাউন্ডেশনের আন্দোলন কর্মী ক্লডি আলভারেজ। তিনি বলেন, গোয়ার খনি সমস্যা সমধানের কথা তৃণমূল কংগ্রেস বলেছে এতে আমরা আশাবাদী স্বাগত জানাচ্ছি। তৃণমূল নেতা লিয়েন্ডার পেজ এদিন মাপুসা মার্কেটে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের অভাব অভিযোগের কথা শোনেন।এদিন গোয়ার প্রখ্যাত ব্যবসায়ী উলবোর ফ্রেডরিক টিকলো যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। লুই জিনহ ফালেরিও হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি।

Latest article