সব অনুরোধ উপেক্ষা কার্নিস থেকে পড়ে মৃত্যু

Must read

প্রতিবেদন : রীতিমতো হুলস্থুল কাণ্ড। বেসরকারি হাসপাতালের আটতলার জানলা দিয়ে গলে কার্নিশে পা ঝুলিয়ে বসলেন এক রোগী। নেমে আসার জন্য অনেক অনুরোধ-উপরোধেও কাজ হল না। বৃথা গেল দমকলকর্মীদের যাবতীয় প্রচেষ্টাও। শেষপর্যন্ত হাত ফসকে কার্নিশ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন ওই রোগী। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি। শনিবার সকালের ঘটনা। মল্লিকবাজারের (Mallick Bazar) একটি বেসরকারি হাসপাতালে। রোগীর নাম সুজিত অধিকারী। বাড়ি লেকটাউনে। মাসখানেক আগে তাঁর স্ত্রী বিয়োগ হয়। তার পর থেকে অবসাদে ভুগছিলেন তিনি। আটতলা থেকে নিচে পড়ে তাঁর একটি হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিন টুকরো হয়ে গিয়েছে মাথার খুলি। ওই হাসপাতালেই তিনি ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: কলকাতা-ঢাকা দূরত্ব কমছে

জানা গিয়েছে, স্নায়ুর চিকিৎসার জন্য দিনকয়েক আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। চিকিৎসকদের বক্তব্য, তিনি ক্রনিক অ্যালকোহলিক। চিকিৎসায় সুস্থ হয়ে উঠে শনিবারই ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু সাতসকালেই তিনি আচমকা ঘটিয়ে বসেন ধুন্ধুমার কাণ্ড (Mallick Bazar)। আটতলার জানলা দিয়ে গলে কার্নিশে পা ঝুলিয়ে বসেছিলেন প্রায় ঘন্টা দেড়েক। দু’হাতের ৭/৮ খানা আঙুল দেখিয়ে কিছু বলতে চাইছিলেন তিনি। সম্ভবত আত্মহত্যারও হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে দুপুরে তাঁর এক আত্মীয় এসে জানলা দিয়ে হাত বাড়িয়ে ওই ব্যক্তির হাত ধরতে চেষ্টা করেও পারেননি।

আরও পড়ুন: বিদ্যুৎ বিলে আরও ছাড়

Latest article