সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার রাতে প্রবল বর্ষণে, কালচিনি ব্লকের ভাটপাড়া এলাকায় রাস্তার পাশে থাকা একটি বিশাল রেনট্রির গোড়ার মাটি আলগা হয়ে উপড়ে পড়ে বিদ্যুতের ১১ হাজার ভোল্ট সাপ্লাই লাইনের ওপর। ১১ হাজারের লাইনের পাশেই ছিল ৪৪০ ভোল্টের সাপ্লাই লাইন। উভয় লাইনই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা।
আরও পড়ুন-বার্ষিক আয় মাত্র ৩ টাকা! ছাপার ভুলের সাফাই দিল বিজেপি
রাতেই খবর পেয়ে ময়দানে নামে বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করে ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটি পাল্টে, ছিঁড়ে যাওয়া তার লাগিয়ে রাতেই কয়েক ঘণ্টার মধ্যে ওই বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা চালু করে বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। এই বিষয়ে আলিপুরদুয়ারের বিদ্যুৎ পর্ষদের বিভাগীয় প্রবন্ধক অংশুমান সরকার জানান, রাতে বৃষ্টির মধ্যে খবর আসে যে, গাছ পড়ে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গেছে ভাটপাড়া এলাকায়। আমাদের কর্মীরা বৃষ্টির মধ্যে দ্রুততার সঙ্গে কাজ করে মাত্র কয়েক ঘণ্টায় বিদ্যুৎ পরিষেবা চালু করে দিয়েছে।