রুখে দাঁড়িয়ে প্রাণ দিলেন ঘোড়সওয়ার সইদ

Must read

প্রতিবেদন: প্রতিরোধ করেছিলেন শুধু একজনই। হত্যালীলায় মত্ত জঙ্গিদের উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন, চোখের পলকে কেড়ে নিতে চেষ্টা করেছিলেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। কিন্তু পেরে উঠলেন না শেষপর্যন্ত। নিরস্ত্র অবস্থায় দুঃসাহস দেখানোর মাশুল গুনতে হল তাঁকে। সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল পহেলগাঁওয়ের (Syed Adil Hussain) ঘোড়সওয়ার যুবক সইদ আদিল হুসেন শাহের শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। শহিদ হলেন সইদ।
পহেলগাঁওয়ে (Syed Adil Hussain) বেড়াতে আসা সৌন্দর্যপিপাসুদের ঘোড়ায় চাপিয়ে প্রকৃতির বুকে আনন্দ-ভ্রমণে নিয়ে যাওয়াই ছিল সইদের পেশা। পরিবারে একমাত্র আয়ের উৎস ছিল সেটাই। বাড়িতে তাঁর মুখ চেয়ে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং সন্তানরা। সন্তানের মৃত্যুরে ভেঙে পড়েছেন বাবা হায়দার শাহ। কাঁদতে কাঁদতে বললেন, বিকেল ৩টে নাগাদ আমরা হামলার খবর পেলাম। কিন্তু তখন ছেলের ফোন বন্ধ। ৪টে ৪০ মিনিট নাগাদ ফোন চালু হলেও নো রিপ্লাই। দুশ্চিন্তায় ছুটে গেলাম থানায়। জানতে পারলাম, ছেলে আর নেই। জঙ্গিরা গুলি করে মেরেছে। যেই অপরাধী হোক, এর পরিণতি ভোগ করতেই হবে তাকে। দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহত সইদের বাবা-মা। আসলে পর্যটকরাই সইদের রুজি রোজগারের একমাত্র উৎস। এলাকায় বেশ পরিচিত মুখ এই সইদ। তাই পর্যটকদের উপরে এমন নৃশংস হামলা দেখে স্থির থাকতে পারেন নি এই দুঃসাহসী যুবক।

আরও পড়ুন- জঙ্গিহানার নিন্দা ও শোক সুপ্রিম কোর্টের

Latest article