সংবাদদাতা, জলপাইগুড়ি : ফের হাতির হামলা। প্রাণ গেল ২ যুবকের। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির তিস্তার (Teesta) দুধিয়ার চরে। কীর্তন শুনে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়ার। জানা যায়, মৃত দুই যুবকের নাম নারায়ণ দাস (১৭) ও তুষার দাস (১৯) দু’জনেই গজলডোবা হাই স্কুলের ছাত্র। একজন দ্বাদশ শ্রেণিতে এবং অন্যজন দশম শ্রেণিতে পড়ত বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন-যোগীর মোরাদাবাদে বেসরকারি স্কুলে দলিত ছাত্রীকে গণ.ধর্ষণ
বন আইন মেনে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ও ছয় মাসের মধ্যে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। বৃহস্পতিবার ভোররাতে কীর্তন শুনে ফিরছিল ওই দুই কিশোর। পথে দধিয়া বালুচর এলাকায় হাতির দল দেখতে পায় তারা। সেই সময় হাতি তাড়ানোর চেষ্টা করতে গেলে একটি হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারায় দু’জন। বনদফতর ইতিমধ্যেই চিহ্নিত করেছে ঘাতক হাতিটিকে। এর আগেও এই হাতিটি মানুষ দেখলে আক্রমণ করেছে ও এর আগেও এই হাতির হানায় মৃত্যু হয়েছে আরও একজনের বলে জানা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গজলডোবা ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও বনদফতরের কর্মীরা।