গোয়ায় বড়সড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফেব্রুয়ারিতে দ্বীপরাজ্য বিধানসভা নির্বাচন। তার আগে ঘাসফুল শিবিরে পালের হাওয়া। শাসক বিজেপির বিরুদ্ধে কংগ্রেস বা অন্য কোনও দল নয়, তৃণমূল যে প্রধান শক্তি সেটা এতদিনে পরিষ্কার হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই গোয়াতে তৃণমূলে যোগদান করতে পারেন বলিউড অভিনেত্রী বর্ষা উসগাঁওকার।
একসময় মুম্বইকাঁপানো এই গোয়ানিজ অভিনেত্রী বর্ষার দলে যোগদান নিয়ে কথাবার্তা হয়ে গিয়েছে। তবে বর্ষা কবে যোগ দেবেন সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভা ভোটেও অভিনেত্রী লড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-‘শুধু বাংলা নয়, দেশকে পথ দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, দিনহাটায় আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়
এর আগে সক্রিয় রাজনীতি না করলেও অভিনেত্রী বর্ষা রাজনৈতিক পরিবারেরই মেয়ে। তাঁর বাবা প্রয়াত অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং মন্ত্রিসভায় একাধিকবার সদস্য ছিলেন। বর্ষা নিজেও ২০১৭ সালে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে প্রচার করেছিলেন। ফলে গোয়ার ভূমিকন্যা বর্ষা তৃণমূলও যোগ দিলে স্থানীয় নেতৃত্ব ও সমর্থকের মধ্যে বাড়তি উদ্দীপনার সঞ্চার হবে তা বলাই বাহুল্য।