বিশিষ্ট ফুটবলার সুভাষ ভৌমিক প্রয়াত।ভারতের জাতীয় দলের হয়ে ৬৯ টি ম্যাচ খেলেছেন সুভাষ ভৌমিক ৷ কোচ হিসেবেও ভারতীয় ফুটবলে তাঁর অবদান বিরাট ৷ দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যতে শোকের ছায়া ময়দানে।
আরও পড়ুন-ঈশ্বরগঞ্জের অমৃতরস
দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। সাড়ে তিন মাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল। গতকাল, শুক্রবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কিডনির সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুভাষ ভৌমিক। বছর তিনেক আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছিল। সম্প্রতি বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে।
এদিন তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার
তথ্য ও সংস্কৃতি বিভাগ
নবান্ন
৩২৫, শরৎ চ্যাটার্জি রোড
হাওড়া- ৭১১১০২
স্মারক সংখ্যা:
৩৩/ আইসিএ/ এনবি
তারিখ: ২৩/১/২০২২
মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর।
সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে।
এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টীমের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে।
তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।
মমতা বন্দ্যোপাধ্যায়