পেশায় তিনি ইউটিউবার বা যাকে বলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিন্তু এবার তাঁর সম্পত্তির খোঁজে নেমে হতভম্ব ইডি। বিলাসবহুল একাধিক গাড়ির মালিক এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। উত্তর প্রদেশের ইউটিউবার অনুরাগ দ্বিবেদীর (Anurag Dwivedi) প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাম্বর্গিনি, মার্সিডিজ বেঞ্জের মতো একাধিক বিলাসবহুল গাড়ি।
আরও পড়ুন-বড়দিনে কঠোর নজরদারি! অগ্নিগর্ভ বাংলাদেশের আঁচ কলকাতায় রুখতে সতর্কবার্তা মনোজ ভার্মার
জানা গিয়েছে, শিলিগুড়িতে অবৈধ বেটিং অ্যাপ ব়্যাকেটের অভিযোগ উঠেছিল। এখানেই শেষ নয়, বেটিং অ্যাপ চক্রের মধ্য দিয়ে প্রতারণা, জালিয়াতির অভিযোগও ওঠে এবং সেই সময়ে এফআইআর দায়ের হয়। এরপরই এই নিয়ে তদন্তে নামে ইডি। তদন্ত চলাকালীন উঠে আসে অনুরাগ দ্বিবেদীর নাম। সোশ্যাল মিডিয়ায় অবৈধ বেটিং অ্যাপের প্রচার করতেন তিনি এমনটাই জানা গিয়েছিল। তাঁর বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। এরপর থেকেই একাধিকবার তাঁকে হাজিরার নোটিস দেওয়া হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন।
আরও পড়ুন-হোমগার্ডের শূন্যপদ ১৮৭, পরীক্ষার্থী ৮০০০! ওড়িশায় রানওয়েতে বসেই পরীক্ষা দিলেন চাকরিপ্রার্থীরা
প্রসঙ্গত, অনুরাগের বাড়ি উত্তর প্রদেশের উন্নাও জেলায়। গত ৭ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট সংক্রান্ত ভিডিয়ো বানিয়ে ফলোয়ার সংখ্যা প্রচুর করে ফেলেছেন। জানা গিয়েছে এখন তিনি দুবাইয়ে রয়েছেন। সেখানে বিলাসবহুল বাড়িও কিনে ফেলেছেন তিনি। গতমাসে লখনউয়ের এক যুবতীকে দুবাইয়ে বিয়ে করেছেন এবং সেখানে একটি ক্রুজে তাঁর বিয়ের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। বুধবার লখনউ, উন্নাও এবং নবাবগঞ্জের একাধিক জায়গায় অনুরাগ ও তাঁর আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই তল্লাশিতে ইডি বিভিন্ন নথি এবং অনুরাগের ৪ কোটি টাকার ল্যাম্বর্গিনি গাড়ি বাজেয়াপ্ত করে। BMW Z4 ও মার্সিডিজ বেঞ্জের মতো আরও তিনটি অত্যাধুনিক গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ফিক্সড ডিপোজিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকা পাওয়া গিয়েছে। ইডি সূত্রে খবর, সবমিলিয়ে প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

