নবি মুম্বই, ১৩ জানুয়ারি : ডব্লুপিএলে গুজরাট জায়ান্টসের দৌড় থামাল মুম্বই ইন্ডিয়ান্স। টানা দু’ম্যাচ জেতার পর, মঙ্গলবার মুম্বইয়ের কাছে ৭ উইকেটে হেরে গেল গুজরাট। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল গুজরাট। জবাবে ১৯.২ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয় মুম্বই। আরও একটা ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি এল হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে।
আরও পড়ুন-নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের
এদিন ৪৩ বলে অপরাজিত ৭১ রান করেন মুম্বই অধিনায়ক। তিনি ৭টি চার ও ২টি ছয় মেরেছেন। ভাগ্যও আজ ছিল হরমনপ্রীতের সঙ্গে। তিন-তিনবার তাঁর ক্যাচ ফেলেছে গুজরাট। হরমনকে দারুণ সঙ্গ দেন নিকোলা ক্যারি। তিনি ২৩ বলে ৩৮ করে নট আউট থাকেন। এছাড়া ২৬ বলে ৪০ রান করেন আমনজোৎ কৌর।
আরও পড়ুন-খনিতে ধস নেমে মৃত ৩, আশঙ্কা আটকে একাধিক
প্রথমে ব্যাট করতে নেমে, শুরুতেই সোফি ডিভাইনের (৮) উইকেট হারিয়েছিল গুজরাট। তবে পরিস্থিতি কিছুটা সামাল দেন বেথ মুনি ও কণিকা আহুজা। ২৬ বলে ৩৩ করে প্যাভিলিয়নে ফেরেন মুনি। অধিনায়ক অ্যাশলে গার্ডনার ক্রিজে এসে ভালই ব্যাট করছিলেন। কিন্তু ১১ বলে ২০ রান করে তিনিও আউট হন। পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন কণিকাও (১৮ বলে ৩৫ রান)। আয়ুষী সোনি ১১ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। এর পরেও যে গুজরাট স্কোরবোর্ডে দুশোর কাছাকাছি রান তুলতে পেরেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য জর্জিয়া ওয়ারহ্যাম ও ভারতী ফুলমালির। চাপের মুখে দু’জনে মাত্র ২৪ বলে ৫৬ রান যোগ করেন। জর্জিয়া ৩৩ বলে ৪৩ এবং ভারতী ১৫ বলে ৩৬ করে নট আউট থেকে যান।

