ফরাক্কা : পড়ে রইল বগি, এগিয়ে গেল মালগাড়ি

ফের রেল দুর্ঘটনা। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্তপুর। চলন্ত অবস্থায় আচমকা বিচ্ছিন্ন হয়ে যায় একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : ফের রেল দুর্ঘটনা। এবারের ঘটনাস্থল মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবন্তপুর। চলন্ত অবস্থায় আচমকা বিচ্ছিন্ন হয়ে যায় একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি। এই ঘটনার জেরে জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে স্বস্তির কথা, এই দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই। তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর মালগাড়ির ইঞ্জিনটিকে আবার পেছনে নিয়ে গিয়ে খুলে যাওয়া বগিগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়। জোড়ার পর মালগাড়িটি ফের ফরাক্কার দিকে রওনা হয়।

আরও পড়ুন-যোগীরাজ্যে হোটেলে ডেকে ধর্ষণ অষ্টাদশীকে

সর্বশেষ খবর, ওই লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচলও আপাতত স্বাভাবিক হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় তৃণমূল নেতা সাইদুল ইসলাম বলেন, মালগাড়িটি বেশ দ্রুতগতিতে ডাউন লাইন ধরে জঙ্গিপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। সেই সময় মালগাড়ির মাঝের অংশে কোনও যান্ত্রিক ত্রুটির জন্য মালগাড়ির প্রায় অর্ধেক বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পেছনে পড়ে যায়। বাকি বগিগুলো নিয়ে মালগাড়ির ইঞ্জিন সামনে এগিয়ে যায়। ভারতীয় রেলে ঠিকমতো রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায় এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। কিন্তু তারপরও হুঁশ ফিরছে না রেলের।

Latest article