প্রতিবেদন: রেলওয়ে সেফটির অনুমোদন আগেই মিলেছিল। এবার চালু হতে চলেছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা (New Garia to Rubi)। সব ঠিক থাকলে চলতি এপ্রিল মাসেই এই রুটে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। যাত্রী পরিষেবার শুরুর আগে শনিবার সাংবাদিক বৈঠকে ওই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো। অন্য রুটগুলির মতো ওই রুটের নূন্যতম ভাড়া রাখা হয়েছে ৫ টাকা। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেতে গুনতে হবে ২০ টাকা। দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া পড়বে ৪৫ টাকা। তবে এক টিকিটেই যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হয়ে রুবি মোড় পর্যন্ত যেতে পারবেন। পথে ট্রেন বদল করতে হলেও যাত্রীদের আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই। নিউ গড়িয়া বা কবি সুভাষ (New Garia to Rubi) হচ্ছে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। একদিকে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া আর অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি মোড়। এই দুই রুট এসে মিলছে নিউ গড়িয়া স্টেশনে।