প্রতিবেদন : কোনও ভাবেই বাস ভাড়া বাড়ানো হবে না বলে ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিল রাজ্য। সরকারের স্পষ্ট নির্দেশ, ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে বেসরকারি বাস মালিকদের। পাশাপাশি বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরাও। তাঁদের দাবি, সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ ভাড়া না বাড়ালে রাস্তা থেকে তিন সপ্তাহ পরে তুলে নেওয়া হবে সমস্ত বাস।
আরও পড়ুন-স্টয়নিস-ঝড়ে বড় জয় লখনউয়ের
শুক্রবার বেসরকারি সবকটি গণপরিবহণ সংগঠনের জয়েন্ট ফোরামের সঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রীর স্নেহাশিস চক্রবর্তীর দীর্ঘক্ষণ বৈঠক হয়। মূলত বাস ভাড়া বৃদ্ধি এবং পুলিশি জুলুম নিয়ে তাঁদের এই বৈঠক হয়। যদিও রাজ্য পরিবহণ দফতরের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ২০১৮ সালের ভাড়া আপাতত চালিয়ে যাওয়ার যে নির্দেশিকা আদালত দিয়েছে, সেই নির্দেশিকা মেনেই সাধারণ বাসে ন্যূনতম সাত টাকা এবং মিনিবাসে ন্যুনতম আট টাকা হারেই ভাড়া নিয়ে বাস চালাতে হবে। বাস মালিকদের পাল্টা হুঁশিয়ারি, তিন সপ্তাহের মধ্যে তাঁদের দাবিমতো ভাড়া না বাড়লে শহরের রাস্তা বাস-মিনিবাস শূন্য হয়ে যাবে। ৩০ হাজার থেকে কমে গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজারে।
আরও পড়ুন-শক্তিরূপেণ
হলুদ ট্যাক্সিকে অ্যাপ ক্যাব করে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পুজোর আগেই হলুদ ট্যাক্সি, ওলা, উবর সহ বিভিন্ন অ্যাপ ক্যাব চালিয়ে লভ্যাংশ ও মুনাফা থেকে বঞ্চিত গাড়ি এবং রাজ্যের গতিধারা প্রকল্পে ঋণ নিয়ে গাড়ি কিনেও যেসব মালিক বা চালক বঞ্চনার শিকার, এঁদের সবাইকে রাজ্য পরিবহণ দফতর নিজস্ব অ্যাপ ক্যাব পরিষেবা চালু করতে চলেছে।