সেমিফাইনালে হেরে বোপান্নাদের বিদায়

ডাবলসের শেষ ষোলো থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার মিক্সড ডাবলসের সেমিফাইনালে হেরে মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন।

Must read

নিউ ইয়র্ক, ৪ সেপ্টেম্বর : ইউএস ওপেন অভিযান শেষ রোহন বোপান্নার। ডাবলসের শেষ ষোলো থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। এবার মিক্সড ডাবলসের সেমিফাইনালে হেরে মরশুমের শেষ গ্র্যান্ড স্ল্যাম থেকে বিদায় নিলেন।
বোপান্না ও তাঁর ইন্দোনেশীয় পার্টনার আলদিলা সুতজিয়াদি শেষ চারে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ইয়ং ও টেলর টাউনসেন্ডের। কিন্তু অবাছাই মার্কিন জুটির কাছে স্ট্রেট সেটে হেরে যান। ৬-৩, ৬-৪ সেটে ম্যাচ জিতে প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন ইয়ং-টাউনসেন্ড জুটি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কোর্টে নামতে হয়েছিল বোপান্নাদের। ফলে তাঁদের খেলার ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। গোটা ম্যাচে মার্কিন জুটির আগ্রাসী টেনিসের সামনে সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বোপান্না ও আলদিলা।

আরও পড়ুন-হেড কোচ হয়েই রাজস্থানে দ্রাবিড়

এদিকে, পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন আমেরিকার ফ্রান্সিস টিয়াফো। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচের চতুর্থ সেটে চোটের জন্য ম্যাচ ছেড়ে দেন দিমিত্রভ। সেই সময় টিয়াফো ৬-৩, ৬-৭(৫/৭), ৬-৩, ৪-১ সেটে এগিয়ে ছিলেন। ফাইনালে ওঠার লড়াইয়ে টিয়াফোর প্রতিদ্বন্দ্বী আরেক মার্কিন খেলোয়াড় টেলর ফ্রিৎজ। অন্য কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জেরেভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন টেলর। চার সেটের লড়াইয়ে টেলর ৭-৬(৭/২), ৩-৬, ৬-৪, ৭-৬(৭/৩) ব্যবধানে বাজিমাত করেন। অন্যদিকে, মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই এরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা ৬-১, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়েছেন চিনের কিউনেন ঝেংকে। পরের রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ আমেরিকার এমা নাভারো।

Latest article