সংবাদদাতা, বহরমপুর : সোমবার মধ্যরাতে মণিপুর থেকে খড়গ্রামের বালিয়া গ্রামের বাড়িতে ফেরে মৃত সেনা প্রীতমকুমার দত্তের কফিনবন্দি মরদেহ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ বালিয়া পরেশনাথ সিংহ উচ্চ বিদ্যালয়ের মাঠে গান স্যালুটের মধ্য দিয়ে তাঁকে শেষ বিদায় জানায় সেনাবাহিনী।
আরও পড়ুন-চিত্তরঞ্জনে গরিব মানুষের উপর রেলের বুলডোজার
মঙ্গলবার শেষ বিদায় জানাতে স্কুলের মাঠে হাজির ছিলেন তৃণমূল বিধায়ক আশিস মার্জিত, কান্দির এসডিপিও সাগর রানা-সহ পুলিশ আধিকারিকরা। সেই সঙ্গে এলাকার প্রায় কয়েক হাজার মানুষ শেষ বিদায় জানান এলাকাবাসী সেনাকে। প্রীতমের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। প্রসঙ্গত, ২৯ জুন মণিপুরের ধসে নিখোঁজ হন গোর্খা টেরিটোরিয়াল আর্মির জওয়ান প্রীতম। চারদিন পর উদ্ধার হয় তাঁর দেহ।