জাতীয়

কৃষক মহাপঞ্চায়েতে উত্তাল মুজফ্ফরনগর, ২৭ শে ভারত বন্‌ধ

পূর্ণেন্দু রায় , নয়াদিল্লি : ২৫ সেপ্টেম্বরের বদলে ২৭ সেপ্টেম্বর ভারত বন্‌ধের ডাক দিল নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সম্মিলিত মোর্চা। একইসঙ্গে আগামী বছরের শুরুতে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ ও প্রচার চালিয়ে যাওয়ার সংকল্প পুনর্ব্যক্ত করেছে আন্দোলনরত কৃষকরা। রবিবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ঐতিহাসিক কৃষক মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে সংযুক্ত কিসান মোর্চার নেতারা বলেছেন, কেন্দ্র বলেছে, মুষ্টিমেয় কয়েকজন কৃষকই প্রতিবাদ করছে। আজ তারা দেখে যাক কতজন প্রতিবাদ করছে। আসুন আজ আমরা এমন আওয়াজ তুলি যাতে সংসদে যারা বসে তাদের কানে তা সমুদ্রগর্জন হয়ে পৌঁছায়। গত ৯ মাস ধরে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের সিংঘু, টিকরি, গাজিপুর সীমান্তে কৃষকরা অবস্থান-বিক্ষোভ করছে ৪০টি কৃষক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্বে। এই মোর্চার আহ্বানেই রবিবার কৃষক মহাপঞ্চায়েতে অংশ নিয়েছেন লক্ষাধিক মানুষ। শুধু উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থানের কৃষকরাই নয়, মহাপঞ্চায়েতে শামিল হয়েছিলেন দেশের অন্তত ১৫টি রাজ্যের ৩০০-র বেশি ছাত্র-যুব-মহিলা-শিক্ষক-সামাজিক-অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী- শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুন- বাংলার হরিস্বামী-সহ ৪৪ শিক্ষক পুরস্কৃত

মহাপঞ্চায়েতে ভারতীয় কিসান ইউনিয়ন নেতা রাকেশ টিকাইত কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, দিল্লির সীমান্তে কৃষকদের প্রতিবাদ অব্যাহত থাকবে এমনকী সেখানে আমাদের কবর তৈরি হলেও। রাকেশ টিকাইত বলেন, প্রয়োজনে আমরা আমাদের জীবনও দেব কিন্তু বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ধর্না ছাড়ব না। মুজাফ্‌ফরনগরের জিআইসি গ্রাউন্ডে মহাপঞ্চায়েতে অংশ নিতে মিরাট থেকে পৌঁছেছিলেন রাকেশ টিকাইত।

টিকাইত মঞ্চে উঠেই ‘আল্লাহু আকবর’ এবং ‘হর হর মহাদেব’ স্লোগান দিয়ে বলেন, আল্লাহু আকবর এবং হর-হর মহাদেবের স্লোগান আগেও দেওয়া হত এবং আগামীদিনেও তা অব্যাহত থাকবে। ক্ষমতাসীন লোকেরা বিভাজনের কাজ করছে। আমাদের তাদের থামাতে হবে। আমরা উত্তরপ্রদেশের জমি দাঙ্গাকারীদের হাতে তুলে দেব না। মোদি সরকারের নগদীকরণ নীতি লক্ষ্য করে রাকেশ টিকাইত বলেন, ওই নীতির বিরুদ্ধে আমাদের লড়াই ‘মিশন ইউপি’ নয়, ওই লড়াইটা ‘মিশন ইন্ডিয়া’। আমাদের মিশন ইন্ডিয়া দেশের সংবিধান, সম্পদ, স্বনির্ভরতা রক্ষার লড়াই।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago