জাতীয়

কৃষক আন্দোলন : আজ বৈঠকে সিদ্ধান্ত

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় তিন কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করলেও দিল্লি-উত্তরপ্রদেশ-হরিয়ানা সীমান্তের টিকরি, সিংঘু ও গাজিপুরে কৃষক অবস্থান এখনও চলছে। কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, আমাদের ধরনা চলবে, কোনও রাজনৈতিক দলের নির্দেশে তা শেষ হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী আইন প্রত্যাহারের ঘোষণা করলেও যতক্ষণ না সংসদে আইন প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ আন্দোলন থেকে সরে আসার প্রশ্ন নেই।

আমাদের ‘মিশন উত্তরপ্রদেশ’ অব্যাহত থাকবে। ২২ নভেম্বর লখনউতে কৃষক পঞ্চায়েত অনুষ্ঠিত হবে। টিকাইত বলেন, আমাদের বিরুদ্ধে কার্টুন বানানো হয়, মাওয়ালি বলা হয়। এইসব বিষয় পঞ্চায়েতে আলোচনা হবে। সরকারের উচিত কৃষকদের সঙ্গে কথা বলা, তাতেই সমাধান আসবে। ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির গ্যারান্টিও একটি বিষয়।

আরও পড়ুন : মেলা হচ্ছে না বোল্লা রক্ষাকালী পুজোয়

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে আগামিদিনে আন্দোলন কোন পথে এগোবে, নাকি এখানেই ইতি টানা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে হয়েছে কৃষক সংগঠনগুলির। একটি বৈঠক হয়েছে পাঞ্জাবের ৩২টি কৃষক সংগঠনের। অন্য বৈঠকে ছিলেন সংযুক্ত কিসান মোর্চার ৯ সদস্যের মুখপাত্র কমিটি। রবিবার মোর্চার কোর কমিটির বৈঠক হবে। ওই বৈঠক থেকেই আগামী কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সংযুক্ত কিসান মোর্চা কৃষকদের ২২ নভেম্বর লখনউ কিসান মহা পঞ্চায়েতে বিপুল সংখ্যায় উপস্থিত হওয়ার জন্য আবেদন করেছে। মোর্চা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকদের ২৬ নভেম্বর বিভিন্ন ধরনাস্থলে পৌঁছনোর জন্য আবেদন করেছে। সেদিন দিল্লির সীমানা বরাবর একটানা শান্তিপূর্ণ বিক্ষোভের এক পূর্ণ বছর পূর্ণ হবে। দিল্লি থেকে দূরে বিভিন্ন রাজ্যে ২৬ নভেম্বর প্রথম বার্ষিকী উপলক্ষে বিক্ষোভের সঙ্গে রাজধানীতে ট্রাক্টর এবং গরুর গাড়ির প্যারেড বের করা হবে। ২৮ নভেম্বর ১০০টিরও বেশি সংগঠনের সঙ্গে সম্মিলিত কৃষক শ্রমিক মোর্চার ব্যানারে মুম্বইয়ের আজাদ ময়দানে একটি বিশাল মহারাষ্ট্রকেন্দ্রিক কিসান-মজদুর মহা পঞ্চায়েতের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর থেকে প্রতিদিন ৫০০ জন বিক্ষোভকারীর একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল মিছিল ট্রাক্টর ট্রলিতে করে সংসদে যাবে।

 

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

54 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago