মুখে কালি

যে ব্যক্তি কালি ছিটিয়েছিল সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলা হয়। ধৃত ব্যক্তি কর্নাটকের কৃষকনেতা কোদিহাল্লি চন্দ্রশেখরের সমর্থক বলে জানা গিয়েছে

Must read

প্রতিবেদন : এবার সরাসরি আক্রমণের মুখে পড়লেন কৃষকনেতা রাকেশ টিকায়েত। কট্টর বিজেপি-বিরোধী হিসেবে পরিচিত এই কৃষক নেতা সোমবার দুপুরে বেঙ্গালুরুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। সে-সময় আচমকাই কৃষকনেতার চোখে-মুখে কালি ছিটিয়ে দেয় এক ব্যক্তি। হঠাৎই এই হামলায় হতচকিত হয়ে পড়েন টিকায়েত এবং তাঁর অনুগামীরা।

আরও পড়ুন-ক্ষমা চাইলেন

যে ব্যক্তি কালি ছিটিয়েছিল সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলা হয়। ধৃত ব্যক্তি কর্নাটকের কৃষকনেতা কোদিহাল্লি চন্দ্রশেখরের সমর্থক বলে জানা গিয়েছে। এদিনের সাংবাদিক সম্মেলনে কালি ছেটানোর পাশাপাশি নজিরবিহীনভাবে চেয়ার ছোঁড়াছুঁড়িও হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি বেঙ্গালুরুর একটি স্থানীয় টিভির স্টিং অপারেশনে কৃষক নেতা কোদিহাল্লি চন্দ্রশেখরকে টাকা নিতে দেখা যায়। তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে আগেই জানিয়েছিলেন টিকায়েত৷

Latest article