২০ মার্চ দিল্লিতে ফের কৃষক আন্দোলন

Must read

প্রতিবেদন : দ্বিতীয় দফায় ফের কৃষক আন্দোলন শুরু করার কথা জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)। সরকার তাদের দাবি না মানলে ২০২৩ সালে বড় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কৃষক সংগঠনগুলি। কৃষক নেতা টিকায়েত (Rakesh Tikait) বলেছেন, ২০ মার্চ দেশের সমস্ত কৃষক সংগঠনগুলির প্রধান এবং কয়েক হাজার কৃষক গাজীপুর সীমান্তে (Gazipur Border) সমবেত হবেন। সেখান থেকে মিছিল করে তাঁরা আসবেন রামলীলা ময়দান এবং পার্লামেন্ট স্ট্রিটে। বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংসদের সামনে কৃষকদের মহাপঞ্চায়েত হবে। প্রবল কৃষক আন্দোলনের চাপে পড়ে মোদি সরকার বাধ্য হয়ে তিন কৃষি আইন বাতিল করেছিল। কৃষক সংগঠনগুলির অভিযোগ, আলোচনায় মোদি সরকার কৃষক নেতাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও এ পর্যন্ত সরকারের তরফে কোনও আশ্বাস বাস্তবায়িত হয়নি। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান নিয়ে কোনও কথাই বলা হয়নি। সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে দর্শন পাল সিং জানান, আন্দোলন সাময়িক স্থগিত করা হয়েছিল। কৃষকরা অপেক্ষা করছেন। দাবি মানা না হলে আবারও আন্দোলন শুরু হবে।

আরও পড়ুন-পড়ুয়াদের দেওয়া ট্যাব হঠাৎই ফেরত চাইছে হরিয়ানার বিজেপি সরকার

Latest article