তৃণমূলের জয় ছিনিয়ে আনবেন কৃষক-মজদুর ভাইয়েরা: দোলা

কৃষক-মজদুরদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে।

Must read

সংবাদদাতা, মালদহ: কৃষক-মজদুরদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে কৃষিক্ষেত্রে বিপ্লব এসেছে মুখ্যমন্ত্রীর হাত ধরে। বিপর্যয়ে ফসল নষ্ট হলে রাজ্য বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। বিজেপি নেতা মন্ত্রীরা শুধু ভোট নিয়েছেন নিরীহদের ঠকিয়ে। এর জবাব কৃষক-মজদুর ভাইয়েরা দেবেন। ২০২৬ সালেও জয় ছিনিয়ে আনবেন তাঁরা। শনিবার কালিয়াচক-১ ব্লকের দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসায় অনুষ্ঠিত ব্লক স্তরের বাৎসরিক সম্মেলনে এমনটাই বললেন সাংসদ দোলা সেন।

আরও পড়ুন-সশস্ত্র পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে বরাদ্দ ৮.৮২ কোটি

এই সম্মেলনে সাংসদ ছাড়াও ছিলেন মন্ত্রী তাজমুল হোসেন, কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, রাজ্য কমিটির সদস্য মোহাম্মদ কুরবান শেখ, কালিয়াচক-১ ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল সভাপতি তানজাউল হক, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিলউল শেখ সহ সংগঠনের একাধিক নেতা ও কর্মী। বক্তারা তাঁদের বক্তব্যে জানান,কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কৃষক ও ক্ষেতমজুরদের অধিকার রক্ষায় সক্রিয়ভাবে কাজ করে চলেছে। কৃষকদের সমস্যা সমাধানে পাশে দাঁড়ানো, সরকারি দফতরের সঙ্গে সমন্বয় সাধন এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুফল তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই সংগঠনের মূল উদ্দেশ্য। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি বুথ স্তরে কর্মীদের সক্রিয়তা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৃষক ও ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ করে তৃণমূল কংগ্রেসের শক্ত ভিত গড়ে তোলার আহ্বান জানানো হয়। নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট, আগামী দিনে মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা নিয়েই লড়াইয়ে নামতে প্রস্তুত কিষাণ খেত মজদুর তৃণমূল কংগ্রেস।

Latest article