কৃষক-পুলিশ হাতাহাতি! শম্ভু সীমান্তের রণক্ষেত্র

Must read

ফের শম্ভু সীমান্তে কৃষক-পুলিশ সংঘর্ষ। পাঞ্জাব এবং হরিয়ানার শম্ভু সীমানা থেকে মিছিল কৃষকদের। রবিবার দুপুরে ১০১ জন কৃষক দিল্লির উদ্দেশ্যে মিছিল শুরু করেন। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা-সহ একাধিক দাবি নিয়ে এই ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন কৃষকরা।

মিছিলের শুরুতেই কৃষকদের বাধা দেয় হরিয়ানা পুলিশ। কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। এদিকে, দিল্লি অভিযানের জন্য কৃষকদের কাছে অনুমতি ছিল না বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ। এক বিক্ষোভকারী কৃষক জানিয়েছেন, ‘আমাদের পরিচয়পত্র চাইছে পুলিশ। ওদের আগে নিশ্চিত করতে হবে যে পরিচয়পত্র দেখালে আমাদের দিল্লি যেতে দেওয়া হবে।’

আরও পড়ুন: যোগী রাজ্যে সরকারি কর্মীদের উপর ESMA জারি

কৃষকদের দাবি, পুরোনো ভূমি অধিগ্রহণ আইনে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১০ শতাংশ প্লট এবং ৬৪.৭ শতাংশ বর্ধিত ক্ষতিপূরণ। ২০১৪ সাল, পয়লা জানুয়ারির পর অধিগ্রহণ করা জমির জন্য বাজারমূল্যের চার গুণ ক্ষতিপূরণ এবং ২০ শতাংশ প্লট। সকল ভূমিহীন ও ভূমিহীন কৃষকের সন্তানদেরও কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা দিতে হবে। সংসদে এই বিষয়ে আইন আনা হোক।

Latest article