মুম্বই: বিজেপি সরকারের আমলে দেশের অন্নদাতা কৃষকদের (Farmers suicides) কতটা করুণ অবস্থা তা বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্রর সরকারের মন্ত্রী নিজে মুখে স্বীকার করে নিলেন। বাস্তবিক বিজেপি সরকারের মুখ ঢাকার কোনও জায়গা নেই তা মন্ত্রির দেওয়া তথ্যেই হাতেনাতে প্রমাণিত হয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রে ৭৮১ জন কৃষকের অপমৃত্যু হয়েছে। কারণ, ঋণের বোঝা, সঠিক এমএসপি না পাওয়া, ফসল ক্ষতি ও অনাবৃষ্টি। সহ্য করতে না পেরে ৭৮১ জন কৃষক (Farmers suicides) মহারাষ্ট্রে আত্মহননের পথ বেছে নিয়েছে। মহারাষ্ট্রে বিজেপি সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মকরন্দ যাদব (পাটিল) বিধান পরিষদে এই তথ্য জানিয়েছেন। বিরোধীদের তরফে সরকারি তথ্য জানতে চেয়ে প্রশ্ন করা হলে এই বাস্তব সত্য সামনে উঠে এসেছে। এরমধ্যে সর্বাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে বিদর্ভের নাগপুর বিভাগে। চলতি বছরে সেখানে আত্মহত্যা করেছেন ২৯৬ কৃষক। মারাঠাওয়াড়ায় মৃত্যু হয়েছে আরও ২১২ জনের। ক্রমবর্ধমান আত্মহত্যার এই পরিস্থিতি নিয়ে পরিষদে প্রশ্ন তুলেছিলেন এমএলসি সুধাকর আদবালে, অশোক জগতাপ, রাজেশ রাঠোর, সহ আরও কয়েকজন। এদিকে মহারাষ্ট্রে শাসক দল বিজেপির দেওয়া তথ্যের সঙ্গে এনসিআরবি-র ২০২৩ সালের সর্বশেষ তথ্যের আকাশ-পাতাল পার্থক্য।
আরও পড়ুন-লিবিয়ায় অপহৃত গুজরাতি পরিবার

