ঋণ মকুব-সহ একাধিক দাবি! ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কৃষকদের

Must read

সরকার গঠনের পর ফের কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের (Farmers Agitation) প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কৃষকদের সম্মিলিত সংগঠন সংযুক্ত কিষান মোর্চা বৃহস্পতিবার ঘোষণা করে, এমএসপি-র আইনি গ্যারান্টি, চাষিদের ঋণ মকুবের দাবিতে আবারও শুরু হবে আন্দোলন।

২৩ জুলাই সংসদে বাজেট অধিবেশন। সংসদের বাজেট অধিবেশনের আগে কৃষক সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা সময় চাইবেন। তাঁদের হাতে নিজেদের দাবিপত্র তুলে দেবেন। সমস্ত সাংসদকেই দাবিপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের এবার মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনও হবে অনলাইনে!

জানা গিয়েছে, আগামী ৯ অগাস্ট ‘কর্পোরেট ভারত ছাড়ো’ আন্দোলন দিবস হিসাবে পালন করবেন কৃষকরা। ২০২১ সালে সংযুক্ত কিষান মোর্চার সঙ্গে কেন্দ্র যা চুক্তি করেছিল, তা মেনে নিতে হবে সরকারকে, এমনটাই দাবি কৃষক মোর্চার। একইসঙ্গে জানা গিয়েছে, কৃষক নেতারা প্রতিটি রাজ্যে গিয়ে কেন্দ্র বিরুদ্ধে প্রচার চালাবেন (Farmers Agitation)।

Latest article