কৃষকদের (Farmers Agitation) মিছিল পুলিশ আটকে দিল হরিয়ানার শম্ভু সীমানায়। শুরু হয় সংঘর্ষ। কৃষকদের পক্ষ থেকে চলে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে থাকে। এখনও পর্যন্ত আহত হয়েছেন ৬ জন। বন্ধ হয়ে গিয়েছে কৃষকদের মিছিল।
শম্ভু সীমান্তে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের জানিয়েছেন, “এখন ১০১ জন কৃষকের ‘জ্যাঠা’ ৮ ডিসেম্বর দুপুর ১২ টায় দিল্লির উদ্দ্যেশ্যে যাত্রা করবে। আগামিকাল কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার জন্য দিনটি রাখা হয়েছে। তারা বলেছে যে আলোচনার জন্য তারা প্রস্তুত। আমরা আগামিকাল পর্যন্ত অপেক্ষা করব, আমরা সরকারের সঙ্গে সংঘাত হোক তা চাই না। আমরা শান্তিপূর্ণ থাকব।”
আরও পড়ুন- ৬২ দিনের মধ্যে জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা, পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী
অশান্তির আশঙ্কায় একাধিক স্পর্শকাতর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। কৃষকদের (Farmers Agitation) মিছিল থেকে বেশ কয়েক জনকে আটক করেছে পুলিশ। একসঙ্গে একাধিক মেসেজ পাঠানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।