সংবাদদাতা, বনগাঁ : ইন্দিরা-মুজিব চুক্তি (Indira-Mujib pact) ভেঙে সীমান্তে কাঁটাতার দেওয়ার ফলে ৫০০-৬০০ বিঘা তিনফসলি কৃষিজমি কাঁটাতারের ভিতরে পড়ে বন্ধ হয়ে গিয়েছে কৃষিকাজ। সমস্যায় পড়েছে সীমান্ত-লাগোয়া কৃষিজীবী পরিবারগুলো। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানিয়েও মিলছে না সুরাহা। শেষে পর্যন্ত বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার সরানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার কৃষকেরা। বনগাঁর গাইঘাটা ব্লকের ঝাউডাঙা পঞ্চায়েত এলাকার বর্ণবেড়িয়ার এই ঘটনায় বুধবার বনগাঁ-বেড়িগোপালপুর রাজ্য সড়কে ব্যাহত হয় যান চলাচল। বর্ণবেড়িয়া, পিপলিপাড়া ও ঝাউডাঙা এলাকার চাষীদের দীর্ঘদিনের দাবি, এলাকার ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী ২ কিমি দীর্ঘ কাঁটাতারের ফেনসিং সীমান্ত থেকে কয়েকশো গজ ভিতরে করায় অনেক চাষের জমি কাঁটাতারের মধ্যে পড়ে গিয়েছে। ঝাউডাঙার পঞ্চায়েত প্রধান সমীরকুমার বিশ্বাসের অভিযোগ, ‘তৎকালীন কেন্দ্রীয় সরকার ইন্দিরা-মুজিব চুক্তি (Indira-Mujib pact) অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজ ভিতরের বদলে ৮০০ থেকে হাজার গজ ভিতর দিয়ে ফেনসিং দেয়। ফলে কয়েকশো বিঘা চাষের জমি ঢুকে যায় নো-ম্যান্স ল্যান্ডের মধ্যে। কৃষকরা পড়েন সমস্যায়। পরবর্তীতে অন্যান্য জায়গার ফেনসিং সরিয়ে নতুন ফেনসিং দেওয়া হলেও এখানে সেই কাজ করছে না কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকার কৃষকেরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। কৃষকরা দেশের নিরাপত্তা চান। তাঁরা ফেনসিংয়ের বিপক্ষে নন। তাঁরা চান ইন্দিরা-মুজিব চুক্তি মেনেই ফেনসিং দিক কেন্দ্র। না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। এ জন্য তাঁরা রাজ্য সরকারেরও হস্তক্ষেপ চেয়েছেন।’ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গাইঘাটার পুলিশকর্তা এবং বিএসএফ আধিকারিকেরা। তাঁদের আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
ইন্দিরা-মুজিব চুক্তি ভেঙে সীমান্তে কাঁটাতার, বনগাঁয় ব্যাহত চাষবাস
কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ কৃষকদের