হেডিংলে, ২৩ অগাস্ট: তৃতীয় টেস্ট ম্যাচ বুধবার থেকে শুরু হচ্ছে । সিরিজের প্রথম দুটো টেস্টে রবিচন্দ্রন অশ্বিন টিমের হয়ে খেলেন নি। তবে লিডসে তাঁকে খেলানোর দাবি বেশ জোরালো হয়ে উঠছে। সুনীল গাভাসকর, ভিভিএস লক্ষ্মণ, জিওফ বয়কট,এমন সব ক্রিকেট ব্যক্তিত্বরা আগেই অশ্বিনকে না খেলানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। এবার এই তালিকায় নতুন করে সংযোজন হল ফারুখ ইঞ্জিনিয়ার। অশ্বিনকে ‘ম্যাজিশিয়ান’ বলে চিহ্নিত করেছেন তিনি।
আরও পড়ুন- রোনাল্ডোর শেষ মুহূর্তের গোল বাতিল করা হল
টেস্টে ৪১৩ উইকেটের মালিক অশ্বিনের লর্ডস টেস্টে খেলা প্রায় নিশ্চিত ছিল। যদিও টসের আগে এক পশালা বৃষ্টি সেই সম্ভাবনায় দল ঢেলে দেয়। চলতি ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচ হিসেবে সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন ভারতীয় অফিস্পনার। অন্য দিকে, তাঁকে বসিয়ে যাঁকে খেলানো হচ্ছে, সেই রবীন্দ্র জাদেজা লর্ডসে বল হাতে হতাশ করেছেন। ফলে লিডসে অশ্বিনের মতো স্পিনারকে দেখতে চাইছেন ভারতীয় প্রাক্তনরা।
ইঞ্জিনিয়ার যেমন বলেই দিচ্ছেন, ‘‘হেডিংলেতে তিন পেসারের সঙ্গে অশ্বিনকে খেলানো উচিত। তাতে ভারতীয় বোলিংয়ের বৈচিত্র বাড়বে। বল হাতে ও একজন ম্যাজিশিয়ান। ভুলে গেলে চলবে না অশ্বিনের ব্যাটের হাতও ভাল। ও একজন বিশ্বমানের স্পিনার পাশাপাশি লড়াকু ব্যাটসম্যান। তাই ওর টিমে থাকা উচিত।’’ প্রাক্তন ভারতীয় তারকা আরও যোগ করেন, ‘‘কার পরিবর্তে অশ্বিনকে খেলানো হবে, তা আমার পক্ষে বলা সম্ভব নয়। এটা টিম ম্যানেজমেন্টের বিষয়। তবে আমি হলে, লিডসে অবশ্যই অশ্বিনকে খেলাতাম।’’
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…