ভয়াবহ পথ দুর্ঘটনা কর্নাটকে, মৃত ৭ মহিলা, যোগী রাজ্যেও দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৪

শুক্রবার গভীর রাতে কর্নাটকের বিদারে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মৃত ৭ মহিলা শ্রমিক।

Must read

শুক্রবার গভীর রাতে কর্নাটকের (Karnataka) বিদারে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মৃত ৭ মহিলা শ্রমিক। আহত কমপক্ষে ১১ জন। এই মুহূর্তে আহতদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। অটোয় চেপে মহিলা শ্রমিকরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখনই বিদারের কাছে বিমলাখেড়া সরকারি স্কুলের কাছে উল্টো দিকে থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় অটোটির।

আরও পড়ুন-জগদ্ধাত্রী পুজার বিসর্জন উপলক্ষে শান্তিপুরে গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু

মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ওই ৭ মহিলার। মৃতদের মধ্যে আছেন পার্বতী (‌৪০)‌, প্রভাবতী (‌৩৬)‌, গুন্ডাম্মা (‌৬০)‌, ইয়াদাম্মা (‌৪০)‌, জাগাম্মা (‌৪০)‌, ঈশ্বরাম্মা (‌৫৫)‌ ও রুক্মিনী বাঈ (‌৬০)‌। আহতদের মধ্যে ট্রাক চালক ও অটো ড্রাইভারও আছেন। এই দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামসরন নেগি প্রয়াত

অন্যদিকে, উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, জখম আরও ৪। মথুরায় এই পথ দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, গতকাল রাতে মথুরার সুরির থানা এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। জখম ব্যক্তিদের মথুরা হাসপাতালে চিকিৎসা চলছে।

Latest article