সংবাদদাতা, হুগলি : দীপাবলির আগে ভয়াবহ অগ্নিকাণ্ড রিষড়ায়। গুরুতর দগ্ধ বাবা ও ছেলে। ভস্মীভূত ঘরের সব জিনিসপত্র। আহত বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়— মঙ্গলবার রাত এগারোটা নাগাদ রিষড়ার টি সি মুখার্জি স্ট্রিট কুন্ডু কলোনিতে একটি বাড়ির তিনতলার চিলেকোঠার ঘরে আগুন লাগে। আহত মধুসূদন দত্তর ভাই সৌমেন দত্ত জানান, হঠাৎ আগুন লাগে তিনতলার ঘরে। ঘরে দীপাবলির জন্য কিছু বাজি কেনা ছিল। আগুন দ্রুত বাজিতে লাগে সেই থেকে গোটা ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে বেগ পায়। একটি ছোট ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চালানো হয়। মধুসূদন দত্ত ও তাঁর ছেলে মহেন্দ্রনাথ দত্তকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার বাড়ি, কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা নেই