রাজস্থানে যমজ কন্যাকে মেঝেতে আছড়ে খুন, গ্রেফতার বাবা

রাজস্থানের (Rajasthan) সিকর জেলার নিম কা থানা শহরে এক ব্যক্তি যমজ কন্যাসন্তান হওয়ায় খুশি হননি।

Must read

রাজস্থানের (Rajasthan) সিকর জেলার নিম কা থানা শহরে এক ব্যক্তি যমজ কন্যাসন্তান হওয়ায় খুশি হননি। স্ত্রীর ওপর রাগে পাঁচ মাসের দুই সন্তানকে মেঝেতে আছড়ে খুন করার অভিযোগ উঠল সেই ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার অভিযুক্ত ব্যক্তি অশোক কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। সিকরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত অশোক তাঁর দুই শিশুকন্যা নিধি এবং নভ্যাকে খুন করে তাদের দেহ মাটিতে পুঁতে প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন। অশোকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী অনিতার সঙ্গে বেশ কিছু দিন ধরেই অশান্তি হচ্ছিল কন্যাসন্তানের জন্ম দেওয়া নিয়ে।

আরও পড়ুন-বিহারে বৃদ্ধকে অপহরণ করে নরবলি তান্ত্রিকের

বৃহস্পতিবার সেই অশান্তি চরমে ওঠায় নিধি এবং নভ্যাকে মেঝেতে আছাড় মারেন অভিযুক্ত। গুরুতর জখম হয় দুই শিশু। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রমাণ লোপাট করতেই দুই কন্যার দেহ মাটিতে পুঁতে দেন তিনি। জানা গিয়েছে, অশোক এবং অনিতার পাঁচ বছরের আরও এক কন্যাসন্তান রয়েছে। তাঁকেও খুন করার চেষ্টা করা হয়েছিল। গত বছরের ৪ নভেম্বর নিধি এবং নভ্যার জন্ম হয়। প্রথম কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই শ্বশুরবাড়িতে অকথ্য অত্যাচারের শিকার হতে হয় মহিলাকে। পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য অনিতার উপর রীতিমত চাপ দেওয়া হচ্ছিল। গত বছরের নভেম্বরে আবার দুই কন্যাসন্তানের জন্ম দেওয়ায় ঘটনা মোড় নেয় অন্যদিকে।

Latest article