প্রতিবেদন : ফের সেই যোগীরাজ্য! চূড়ান্ত অমানবিক ঘটনা। টাকার অঙ্ক নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরি। পরিণতি সদ্যোজাতের মৃত্যু। যোগীরাজ্যের (Uttar Pradesh) স্বাস্থ্যব্যবস্থার কঙ্কালসার দশা ফের বেরিয়ে পড়ল। বিচার চাইতে মৃত নবজাতক সন্তানকে ব্যাগে ভরে সরাসরি জেলাশাসকের দরবারে হাজির হলেন সন্তানহারা বাবা। ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরির। মৃত শিশুর বাবা বিপিন গুপ্তের অভিযোগ, ১০ হাজার টাকা বলে ভর্তি নিলেও প্রসবের সময় টাকার অঙ্ক বাড়াতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের জন্য প্রথমে ১২ হাজার টাকা দাবি করা হয়, তারপর রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে টাকার অঙ্ক। হন্যে হয়ে ঘুরে রাত আড়াইটা নাগাদ কিছু টাকা জোগাড় করে হাসপাতাল ছোটেন বিপিন। কিন্তু তাতেও রাজি হয়নি হাসপাতাল। হাসপাতাল জানিয়ে দেয়, টাকা না দিলে অপারেশন হবে না। বারবার অনুরোধেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মারা যায় সন্তান। এখানেই শেষ নয়, এরপর ঘটে আরও মর্মান্তিক ঘটনা। সন্তানের মৃত্যুর পরে সদ্য প্রসূতিকে রাস্তায় ফেলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসার জন্য স্ত্রীকে অন্যত্র ভর্তি করে সদ্যোজাতের দেহ ব্যাগে নিয়ে জেলাশাসকের কাছে পৌঁছে যান বিপিন। এরপরই গোল্ডার হাসপাতাল সিল করে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন রোগীদের জেলা মহিলা হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে সরকারি হাসপাতালে প্রসবের করুণ ব্যবস্থা নিয়ে!
আরও পড়ুন- মালদহে মহিলা তৃণমূলকর্মীর উপর বিজেপির সশস্ত্র হামলা