প্রতিবেদন : বিহারের আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ যে আর বিজেপি-নীতীশের সরকারের হাতে নেই তা প্রমাণিত হল আরও একবার। নৃশংসভাবে খুন হলেন প্রাক্তন মন্ত্রী ও বিকাশশীল ইনসান পার্টির সভাপতি মুকেশ সাহনি। মঙ্গলবার দ্বারভাঙায় নিজের বাড়িতেই পাওয়া গেল তাঁর নিষ্প্রাণ দেহ৷ সেটি বিকৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ৷ এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরী-সহ বিরাউল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন-জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেটের পরীক্ষা শুরু ২৫ জুলাই
জানা গিয়েছে, মুকেশ সাহনি এখন মুম্বইয়ে রয়েছেন। এসএসপি জগুনাথ রেড্ডি জানালেন, প্রাক্তন মন্ত্রী মুকেশ সাহনির বাড়ি সুপল বাজারের আফজলা পঞ্চায়েত এলাকায়। বাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছেন তাঁর বাবা জিতন সাহনি। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
এসডিপিও মণীশ চন্দ্র চৌধুরীর কথায়, প্রাথমিকভাবে এটি খুনের ঘটনা বলেই বিশ্বাস পুলিশের। জিতন সাহনি তাঁর বাড়িতে ঘুমাচ্ছিলেন। ওই সময়ে চুরি করার জন্য কয়েকজন তাঁর বাড়িতে প্রবেশ করে৷ তিনি ঘটনার প্রতিবাদ করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে গৃহস্থলির জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে।
আরও পড়ুন-ইস্টবেঙ্গলের দৌড় থামাল কাস্টমস
স্থানীয় লোকজন জানাচ্ছে, ঘটনার সময় মুকেশ সাহনির বাবা জিতন সাহনি বাড়িতে একাই ছিলেন। লক্ষণীয়, বিহারের রাজনীতিতে খুব দ্রুত নিজের জায়গা করে নিয়েছেন মুকেশ সাহনি। তিনি বিকাশশীল ইনসান পার্টির সভাপতি। ২০২০ সালের নির্বাচনের পর বিহারে নীতীশ কুমারের সরকারের পশুপালন ও মৎস্য দফতরের মন্ত্রী হয়েছিলেন তিনি। যদিও পরে বিজেপির সঙ্গে মতপার্থক্যের পর এনডিএ থেকে আলাদা হয়ে যান তিনি। মুকেশ বিহার বিধান পরিষদের সদস্যও ছিলেন। এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। কেউ গ্রেফতার হয়নি।