উত্তরপ্রদেশে ৫০ হাজারে মেয়েকে বিক্রি বাবার, পুলিশের দ্বারস্থ কৃষক স্বামী

উত্তরপ্রদেশের (UttarPradesh) খেড়ি জেলার সান্দাউরা গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়েই মাত্র ৫০ হাজারের জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেন বাবা।

Must read

উত্তরপ্রদেশের (UttarPradesh) খেড়ি জেলার সান্দাউরা গ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়েই মাত্র ৫০ হাজারের জন্য নিজের মেয়েকে বিক্রি করে দেন বাবা। গত বছরের ১০ই জুন চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে যান ওই তরুণী। মেয়েটির স্বামী যিনি পেশায় একজন কৃষক তার অভিযোগ, স্ত্রীকে একটি হাসপাতালে নিয়ে গিয়ে জোর করে গর্ভপাত করান শ্বশুরবাড়ির লোকেরা। এর কয়েক দিন পর সীতাপুরের তাম্বোর গ্রামের এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। ২০২৩ সালে বিয়ে হয়েছিল যুবকের। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁকে বাপের বাড়িতে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু অনেকদিন হয়ে গেলেও স্ত্রী ফিরে না আসায় তিনি নিজেই শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির লোকেরা তখন জানান তাঁর স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে গিয়েছেন। তবে সেই কথা মানতে নারাজ যুবক। এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে যুবক দাবি করেন তাঁর শ্বশুর রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী। তাই পুলিশ চাইলেও তদন্ত প্রভাবিত করছেন তিনি।

আরও পড়ুন-যোগীরাজ্যে ৪ সন্তানকে হত্যা করে আত্মঘাতী মানসিক ভারসাম্যহীন ব্যক্তি

শ্বশুরবাড়িতে স্ত্রীর হদিস না পাওয়ায় বিচলিত হয়ে স্ত্রীর খবর শ্বশুরবাড়ির লোকজনদের জিজ্ঞাসা করেন যুবক। শ্বশুরবাড়ির লোকেরা জানান, তাঁর স্ত্রী পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছেন। যদিও সেই কথায় কান না দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন যুবক। সন্দেহের অবসান হয় যখন স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন শ্বশুরবাড়ির লোকেরা তার স্ত্রীকে এক ব্যক্তির সঙ্গে জোর করে কোথাও পাঠিয়ে দিয়েছেন। উপায় না দেখে পুলিশের দ্বারস্থ হয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যুবক। তবে তিনি জানান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সমস্যার সুরাহা হতে দেবে না শ্বশুরবাড়ির লোকজন।

Latest article