রিয়ালকে উড়িয়ে কোপা বার্সার

চড়া মেজাজের ক্লাসিকোয় পাঁচ গোল, তিন লাল কার্ড!

Must read

সেভিয়া: চড়া মেজাজের এল ক্লাসিকোয় বাজিমাত বার্সেলোনার। টানটান উত্তেজনার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে ট্রফি জিতল বার্সা (FC Barcelona)। অথচ ৮৩ মিনিটে পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল! অতিরিক্ত সময়ের শেষ দু’মিনিটে লাল কার্ড দেখলেন রিয়ালের তিন ফুটবলার।
মাঠে বল গড়ানোর আগেই রেফারি-বিতর্কে উত্তেজনার পারদ চড়েছিল। সেই আগুনের আঁচ পড়ল মাঠেও। শুরু থেকেই একে অন্যকে কড়া ট্যাকল করেছেন দু’দলের ফুটবলাররা। তবে ২৭ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান তিনি। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের নাটক। এবার নিজেদের বক্সের মধ্যে রাফিনহাকে বাধা দিয়েছিলেন রিয়ালের রাউল আসেনসিও। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। যদিও ভিএআর দেখার পর সেই সিদ্ধান্ত বাতিল করে দেন।

আরও পড়ুন- নাটক করে, কুমিরের কান্না কেঁদে কত ড্যামেজ কন্ট্রোল করবেন

দ্বিতীয়ার্ধের শুরু থকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল রিয়াল। এই সময় দু’বার বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও দেরি করায় সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়াস জুনিয়র। অবশেষে ৭০ মিনিটে কিলিয়ান এমবাপের অসাধারণ ফ্রি-কিকে ১-১ করে দেয় রিয়াল। ৭৭ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন চুয়ামেনি। তবে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি রিয়াল। ৮৪ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে আগুয়ান রিয়াল গোলকিপারকে টপকে ২-২ করে দেন ফেরান তোরেস। ফলে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। আর ১১৬ মিনিটে লুকা মদ্রিচের ভুল পাস থেকে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন জুলস কুন্দে।
পিছিয়ে পড়ে মেজাজ হারাতে শুরু করেন রিয়ালের ফুটবলাররা। ১২৩ মিনিটে এমবাপের বিরুদ্ধে ফাউলের আবেদন রেফারি অগ্রাহ্য করতেই ক্ষোভে ফেটে পড়ে রিয়ালের রিজার্ভ বেঞ্চ। সেই সময় আন্তোনিও রুডিগারকে দেখা যায় মাঠে ঢুকে রেফারির দিকে বরফের মতো কিছু ছুঁড়তে। সঙ্গে সঙ্গে রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি। কয়েক সেকেন্ড পর, রিয়ালের আরেক ফুটবলার লুকাস ভাসকেজকেও রেফারি লাল কার্ড দেখান। খেলা শেষ হওয়ার আগের মুহূর্তে লাল কার্ড দেখেন আরেক রিয়াল তারকা জুড বেলিংহ্যামও।
এদিকে, কোপা দেল রে জেতার পর, হ্যান্সি ফ্লিকের নজর এবার লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ খেতাবে। বার্সেলোনা (FC Barcelona) কোচের বক্তব্য, ‘‘আমাদের সামনে ত্রিমুকুট জেতার দারুণ সুযোগ। যা হাতছাড়া করতে চাই না। আজকের দিনটা উৎসব করব। তার পর লক্ষ্যপূরণের জন্য ঝাঁপাব।’’ অন্যদিকে, রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘‘আমার ফুটবলাররা গোটা ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। তবে অতিরিক্ত সময়ে ওভাবে গোল হজম করাটা উচিত হয়নি।’’

Latest article