সংবাদদাতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার : দুই জেলায় ভালুকের আতঙ্ক। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির চা-বাগানে বৃহস্পতিবার দিনভর হইহই কাণ্ড। ডুয়ার্সের মালবাজারে সকালে মাল শহর সংলগ্ন টুনবাড়ি চা-বাগানে দেখা মিলেছে ভাল্লুকের। অন্যান্য দিনের মতো এদিনও টুনবাড়ি চা-বাগানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক।
আরও পড়ুন-পাহাড়ে পুরবোর্ড গঠনের পথে অনিত
এর মধ্যে বাগানের ৬ নম্বর সেকশনে স্প্রের কাজ করছিলেন ডালে রাই ও সুরেশ রাউতিয়া নামে দুইজন চা-শ্রমিক। কাজ করতে করতে আচমকাই ভাল্লুকের সামনে পড়ে যান তাঁরা। ভাল্লুকের মুখে সেই স্প্রে করে কোনওমতে পালিয়ে বাঁচেন। বনদপ্তরের কর্মীরা ভাল্লুকটির উপর নজর রেখেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছোয় মাল থানার পুলিশও। বনদফতরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি করে ভালুকটি উদ্ধার করে।