জাতীয়

এসআইআর নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে ভয়, তাই আলোচনায় অনীহা?

নয়াদিল্লি : বিধানসভা ভোটের মুখে বাংলায় এসআইআর (SIR) বা বিশেষ নিবিড় সংশোধনীর নামে কার্যত জুলুম চালাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির অঙুলিহেলনে কমিশনের এই পদক্ষেপে নাজেহাল জনজীবন। গত ২৪ দিনে পশ্চিমবঙ্গে ৩১ জনের মৃত্যু হয়েছে। এই তালিকায় আতঙ্কিত সাধারণ মানুষের পাশাপাশি বিএলওরাও রয়েছেন। বিএলওদের যুক্তিসঙ্গত সমস্যার কথা না শুনেই তাঁদের উপর সিংহভাগ দায়িত্ব চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে শাস্তিমূলক পদক্ষেপের। নির্বাচন কমিশনের বেনজির চাপের মুখে একাধিক বিএলও অসুস্থ হয়েছেন, অনেকের মৃত্যুও হয়েছে। তা সত্ত্বেও নির্বিকার কমিশনের আধিকারিকরা। অন্যদিকে, বিজেপি নেতারা যেভাবে এসআইআরের (SIR) নামে হুমকি দিচ্ছেন, তাতেও বহু মানুষ অনিশ্চয়তার আতঙ্কে ভুগছেন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচির পর থেকেই মৃত্যুমিছিল শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক পরিকল্পনা’ রয়েছে বলে শুরু থেকেই অভিযোগ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন বিজেপি-কমিশনের অশুভ আঁতাতের দিকে। এসআইআর প্রত্যাহারের আর্জিও জানিয়েছন তিনি। এই পরিস্থিতিতে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা চায় তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, মানুষের ইস্যু নিয়ে সরকারের কাছে জবাবদিহি চাওয়ার জন্য সংসদের প্রতিনিধিরা দায়বদ্ধ। কিন্তু মোদি সরকার চায় সংসদ অচল হয়ে থাক। কারণ সংসদ অচল হলে মানুষের একাধিক জ্বলন্ত সমস্যা নিয়ে জবাব দেওয়ার দায় থাকে না সরকারের। নিজেদের বাঁচাতেই এবারও সংসদে নির্বাচন কমিশন ইস্যুতে কেন্দ্রীয় সরকার আলোচনার পক্ষপাতী নয়। ডেরেক জানান, সংসদীয় আইনের ১৬৯ ধারায় জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আইনসভায় আলোচনা সম্ভব। অতীতেও নির্বাচন কমিশনের এক্তিয়ারভূক্ত একাধিক বিষয় নিয়ে সংসদে আলোচনা হয়েছে। এবারে তাহলে অনীহা কেন সরকারের?

আরও পড়ুন-রাজনৈতিক লড়াইয়ে বারবার কেন সিবিআই ব্যবহার, প্রশ্ন সুপ্রিম কোর্টের

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

13 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

49 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

57 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago