দুর্গাপুজো-দশেরা বা অন্যান্য অনেক উৎসবই এই বছর বেশ শান্তিপূর্ণভাবেই কেটে গিয়েছে। কিন্তু দিওয়ালির সময় নাশকতার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে কলকাতার (Kolkata) সব থানাকেও বিশেষভাবে সতর্ক করা হয়েছে এই মর্মে। হরিয়ানা (Haryana) পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (Special Branch) তরফে এই সতর্কতা জারি করে জানানো হয়েছে, দিওয়ালির সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে PFI। হরিয়ানা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সূত্রে খবর একটি টুইটার (Tweeter) অ্যাকাউন্ট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এরপরেই সব থানাকে কালীপুজো ও দেওয়ালির সময় বিশেষভাবে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে সব থানা ও গোয়েন্দা বিভাগকে। জঙ্গিদের অর্থ সাহায্যের অভিযোগে সম্প্রতি PFI-কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারাই আক্রমণ চালাতে পারে বলে অভিযোগ।