প্রতিবেদন: কথা ছিল তিনটি রাজ্যের বিধানসভা ভোটের দিন ঘোষণা করা হবে৷ সেদিকে লক্ষ্য রেখেই তৈরি হচ্ছিলেন তিন রাজ্যের যুযুধান রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা৷ শেষ পর্যন্ত হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেও মহারাষ্ট্র বিধানসভা ভোটের দিনক্ষণ জানাল না জাতীয় নির্বাচন কমিশন৷
আরও পড়ুন-৬৯ হাজার শিক্ষক নিয়োগ বাতিল হল এবার যোগীরাজ্যে, কী বলবে বিজেপি
শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন দফতরে সাংবাদিক সম্মেলন করে দুই রাজ্যের ভোটের দিন ঘোষণা করার পরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ এই কারণেই আরও কিছুদিন সময় প্রয়োজন৷ একই সঙ্গে থাকছে মহারাষ্ট্রের প্রবল বৃষ্টিপাত ও রাজ্যের কয়েকটি উত্সবের বিষয়টিও৷ মুখ্য নির্বাচন কমিশনারের মন্তব্যকে হাতিয়ার করেই জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ এই প্রসঙ্গেই বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের তোপ, পুরোপুরি অন্যায় কাজ করেছে নির্বাচন কমিশন৷ ওরা সবসময়েই পক্ষপাতিত্ব করে থাকে৷ মহারাষ্ট্র খুব শান্তিপূর্ণ রাজ্য৷ ওখানে ভোটের আগে, ভোট চলাকালীন বা ভোট পরবর্তী নির্বাচনী হিংসা হয় না বললেই চলে৷ তারপরেও ওখানে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভোটের আয়োজন করল না কমিশন৷ আসলে মহারাষ্ট্র নিয়ে ব্যাপক চাপে আছে বিজেপি৷ ওখানে ওদের হারার সম্ভাবনাই বেশি৷ তাই আরও কিছুদিন সময় নিয়ে ঘর গুছোতে মরিয়া হয়ে উঠেছে শাসক দল৷
শিবসেনা(উদ্ধব) নেতা প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরে এদিন তীব্র ভাষায় আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকে। বলেছেন, আমি আগেই আশঙ্কা করেছিলাম, ওদের বস এখনই মহারাষ্ট্রে নির্বাচনের অনুমতি দিতে চাইবে না। বিজেপি এবং শিন্ডের অসাংবিধানিক ও বেআইনি রাজত্ব আর কোনওভাবেই চলতে দেওয়া যায় না। রাজ্যের মানুষ তাদের একবার প্রত্যাখ্যান করেছেন, আবারও করবেন। আসলে নির্বাচন কমিশন ওদের শ্বাস নেওয়ার সময় দিল, যাতে পোষা ঠিকাদার দিয়ে রাজ্যে আরও লুঠপাট চালাতে পারে।