প্রতিবেদন : বিভিন্ন হাসপাতালে মহিলা কর্মীদের সুরক্ষার জন্য রাতের সাথী অ্যাপ এনেছে রাজ্য প্রশাসন। এবার সেই পথে হেঁটেই টলিউডের মহিলা শিল্পী ও কলাকুশলীদের জন্য সুরক্ষা বন্ধু চালু করল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স। ইন্ডাস্ট্রির মহিলা শিল্পী ও কলাকুশলীরা যৌন হেনস্থার শিকার হলে কিংবা কোনওরকম সমস্যায় পড়লে এই কমিটির সদস্যদের সঙ্গে সঙ্গে জানাতে পারবেন। এরপর অভিযোগ শুনে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে কমিটি। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, রাজ্যের বেশকিছু বিখ্যাত আইনজীবী এই কমিটিতে থেকে নির্যাতিতাদের আইনি পরামর্শ দেবেন। বেশ কয়েকজন আইনজীবী বিনা পারিশ্রমিকেই সহায়তা করবেন বলে জানিয়েছেন। যতদিন না পর্যন্ত সমস্যার নিষ্পত্তি হবে ততদিন পর্যন্ত ওই নির্যাতিতাকে পুলিশি পরামর্শ ও আইনি সহায়তা দিয়ে যাওয়া হবে। এছাড়াও নির্যাতিতার মানসিক অবস্থা বুঝে যদি মনে হয় কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে তাহলে বিপি পোদ্দার হাসপাতালে বিনামূল্যে তাঁকে সেই পরিষেবা দেওয়া হবে। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করেও সম্পূর্ণ নিখরচায় তাঁর চিকিৎসা চালাবে কমিটি।
আরও পড়ুন-বিশ্বে সংস্কৃত ভাষার উদযাপন
অনেক সময় অভিযোগ ওঠে ইন্ডাস্ট্রির অন্দরে কাজ পাওয়ার জন্য মহিলা শিল্পীদের কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হলে সংশ্লিষ্ট শিল্পীকে কাজ থেকে ব্রাত্য করা হয়। এই ধরনের ভূরি ভূরি অভিযোগ থেকে এবার নিষ্কৃতি পেতেই এই কমিটি গঠন করল ফেডারেশন। জানা গিয়েছে ইমেইল বা চিঠির মারফত অভিযোগ জানানো যাবে। নিগৃহীতাকে কোথায় গিয়ে অভিযোগ জানাতে হবে কীভাবে তিনি পুলিশি ও আইনি সহায়তা পাবেন সে সমস্ত বিষয়ে পরামর্শ দেবেন এই কমিটির সদস্যরা। ইতিমধ্যেই নগরপাল বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজিকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
আর্টিস্ট ফোরামকে এই কমিটিতে যোগদান করানোর জন্য আহ্বান জানানো হয়েছে ফেডারেশনের তরফে। ইম্পার সভাপতি কেউ এই কমিটিতে অতিথি সদস্য হিসেবে রাখা হবে।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…