প্রতিবেদন: ভারতীয় ক্রিকেটে তাঁর দ্বিতীয় ইনিংসের ঝলমলে শুরু। টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তৃপ্ত টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় পা মাটিতে রাখার বার্তা দিলেন। বিশ্বকাপে ব্যর্থতার পর দলের আত্মবিশ্বাস ফেরানোর জন্য এই জয় খুব জরুরি ছিল।
রোহিতদের কোচ বললেন, “খুব ভাল সিরিজ জিতলাম। প্রত্যেকে সিরিজ জুড়ে খুব ভাল খেলেছে। শুরুটা ভাল হওয়া দরকার ছিল। তবে আমাদের একটু বাস্তববাদী হতে হবে। এই ভাবে সিরিজ জয়ের পর আমাদের পা মাটিতে রেখে চলতে হবে। আগামী দিনের পরিকল্পনা করে এগোতে হবে।”
আরও পড়ুন-তেলের দাম কমছে বিশ্ব বাজারে
এরপর দ্রাবিড়ের সংযোজন, “নিউজিল্যান্ডের কাজটা সহজ ছিল না। বিশ্বকাপ ফাইনাল খেলার তিন দিনের মধ্যে এখানে এসে ছ’দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা সহজ ব্যাপার নয়। তবে আমাদের এই সিরিজ থেকে শিখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।
আগামী ১০ মাসের লম্বা সফর রয়েছে। অনেক উত্থান-পতন থাকবে। তবে দেখে ভাল লাগছে, কয়েকজন তরুণ এই সিরিজে সুযোগ পেয়ে ভাল খেলল। গত কয়েক মাসে যারা সেভাবে খেলার সুযোগ পায়নি, তাদের দক্ষতা আমরা দেখতে পেলাম। এভাবেই ওদের দক্ষতায় আস্থা রেখে এগিয়ে যেতে সাহায্য করব।”
আরও পড়ুন-বিপ্লবকে চ্যালেঞ্জ করে আজ ত্রিপুরায় অভিষেক
কোচ হিসেবে প্রথম সিরিজে ১০০ শতাংশ সফল দ্রাবিড়। আপাতত কুড়ি-বিশের ক্রিকেট শেষ। আগামী বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু টেস্ট সিরিজ। সোমবার থেকে ফের ভোরে উঠে তারই প্রস্তুতি শুরু করে দেবেন। রোহিতের পর এবার বিরাট কোহলির সঙ্গে তাঁর যুগলবন্দি কেমন হয় সেদিকে তাকিয়ে ক্রিকেটমহল।