সংবাদদাতা, জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসের দিন কলকাতার রেড রোডের প্যারেডে এই প্রথম অংশ নিচ্ছেন চা-বাগানের মহিলা শ্রমিকরা। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তরাই – ডুয়ার্সের ১২০ জন চা শ্রমিক থাকবেন কুচকাওয়াজে। ১৫ অগাস্ট অংশ নেওয়ার আগে তাঁদের দেওয়া হবে প্রশিক্ষণ। তাই বুধবারই তাঁরা কলকাতার উদ্দেশে রওনা দিলেন। তাঁদের মেটেলি থানার পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা। ১৪ জন মহিলা চা শ্রমিককে কলকাতা রওনা হওয়ার আগে সংবর্ধনা জানানো হল।
আরও পড়ুন-জিএসটি প্রত্যাহারের দাবি, রাজ্যসভায় সুর চড়ালেন ডেরেক
মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মেটেলি থানার আইসি মিংমা লেপচা, জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী, স্নোমিতা, কালান্দী, সমাজসেবী জোসেফ মুন্ডা প্রমুখ তাদের খাদা পরিয়ে, হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানান। এই দলের কো অর্ডিনেটর হিসেবে থাকা প্রকাশ নায়েককেও এদিন সংবর্ধনা জানানো হয়। স্বাধীনতার পর এই প্রথমবার চা শ্রমিকরা রেড রোডের প্যারেডে অংশ নেওয়ায় খুশি চা শ্রমিকরা। উল্লেখ্য, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতারা উত্তরবঙ্গ জুড়ে প্রায় পঞ্চাশটি চা বাগান থেকে একশো জন কর্মী বাছাই করছেন ওই সন্মানজনক অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্য। এই প্রসঙ্গে চা বাগানের মানুষ তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবরাইক বলেন, “আমি নিজে একজন চা বাগানের কর্মী। তবে এই প্রথম চা বাগানের নারীরা এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। উত্তরবঙ্গে প্রায় ৫ লাখ চা বাগানের শ্রমিক রয়েছে। মুখ্যমন্ত্রী সবাইকে সম্মান জানিয়েছেন। অপরদিকে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বাঁড়া ওরাওঁ চা বলেছেন, আমরা খুব গর্বিত। আমরা চা বাগান কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাঁরা কুচকাওয়াজে অংশ নেবেন তাঁদের বেতন না কাটতে।