মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়া কাছে আরব সাগরে দুর্ঘটনার কবলে লঞ্চ, মৃত ১৩

মুম্বইয়ে (Mumbai) গেটওয়ে অফ ইন্ডিয়া কাছে আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।

Must read

মুম্বইয়ে (Mumbai) গেটওয়ে অফ ইন্ডিয়া কাছে আরব সাগরে দুর্ঘটনার কবলে পড়ল একটি লঞ্চ। ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। বুধবার বিকাল চারটে নাগাদ গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা কেভের দিকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, নিহতদের মধ্যে দশজন যাত্রী ও তিনজন নৌবাহিনীর সদস্য ছিলেন। ৮০ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সহ ১০১ জন ছিলেন। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে| কী কারণে দুর্ঘটনা তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন-আম্বেদকরকে জড়িয়ে রাজ্যসভায় দলিত-বিরোধী মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, ক্ষমা চান শাহ, সংবিধানকে কলঙ্কিত করল বিজেপি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুম্বই শহরের কাছেই দ্বীপাঞ্চল এলিফ্যান্টা কেভ। প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে এটি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও। সেখানে যাওয়ার জন্যে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে লঞ্চ পরিষেবা পাওয়া যায়। বুধবার, বিকেল ৪টে নাগাদ এলিফ্যান্টা কেভের উদ্দেশে যাত্রী-সহ একটি লঞ্চ রওনা দেয়। কিন্তু কেভে পৌঁছনোর আগেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

আরও পড়ুন-জেপিসিতে কল্যাণ-সাকেত

নৌসেনা, উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি, স্থানীয় মাছ ধরার লঞ্চের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। এক যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।

Latest article