কালীঘাটে উৎসব

মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর সুপ্রিয় সরকারের মূল উদ্যোগে আয়োজিত হয় আশ্রিতা ও কলরবের এই সেবামূলক কর্মসূচি।

Must read

সংবাদদাতা, কলকাতা : সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াল কালীঘাটের আশ্রিতা ও কলরব। দুঃস্থ মানুষদের হাতে কম্বল ও দুঃস্থ পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল স্কুল ব্যাগ-সহ শিক্ষাসামগ্রী। বৃহস্পতিবার কালীঘাটে অনুষ্ঠিত এই মানবিক উৎসবে আয়োজিত বসে আঁকা প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুৃলপড়ুয়াদেরও পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন-বর্ষপূর্তির দিনে ধিক্কার নিমতিতা স্টেশনে বোমাকাণ্ড

রানাঘাটের সমাজসেবী ষুবক, মাস্টার বুক ইলেভেনের ডিরেক্টর সুপ্রিয় সরকারের মূল উদ্যোগে আয়োজিত হয় আশ্রিতা ও কলরবের এই সেবামূলক কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে সুপ্রিয় বলেন, যখনই মানুষের বিপদ বা দুঃখদুর্দশা দেখবেন, তাঁদের পাশে যথাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অনুষ্ঠানে উপস্থিত সাংসদ মালা রায়, কলকাতা পুরসভার মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি, সমাজসেবী কুমার সাহা সকলেই তরুণ উদ্যোগপতির ভূয়সী প্রশংসা করেন।

Latest article