মদনমোহন মন্দিরে রঙের উৎসব

Must read

অনুপম সাহা, কোচবিহার : কোচবিহারের (Cooch Behar) মানুষের আবেগের সঙ্গে জড়িত মদনমোহন। দোলের দিন কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরকে ঘিরে উৎসবে মেতে ওঠেন নগরবাসী। করোনা কারণে গত দু’বছর সাধারণের জন্য অবাধ প্রবেশাধিকার ছিল না মন্দিরে। এবার বিধি শিথিল হতে দোলে প্রাণের ঠাকুর মদনমোহনের কাছে পুজো দিতে যান কোচবিহারবাসী (Cooch Behar)। বিগ্রহের পায়ে আবির দিয়ে নিজের পরিবারের পাশাপাশি, সবার মঙ্গল কামনা করেন ভক্তরা।

আরও পড়ুন – মহানগরীতে রঙের উৎসব

শুক্রবার সকাল সকাল পুজো দিতে পৌঁছে যান কোচবিহার পুরপ্রধান তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মহারাজা জগদ্দীপেন্দ্রনারায়ণের সময় থেকে মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে এই দোল–উৎসবের শুরু। সেই সময় দোলপূর্ণিমার দিন চালু ছিল দোল–সওয়ারি। বিভিন্ন মন্দিরের মদনমোহন বিগ্রহকে দোলের দিন নিয়ে যাওয়া হত সংলগ্ন জনপদগুলিতে। সেই প্রথার অবসান ঘটেছে। মন্দিরের পাশাপাশি কোচবিহারের একাধিক এলাকায় রীতিমতো মঞ্চ করে দোলযাত্রায় মেতে ওঠেন মানুষ।

Latest article