বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব আজ শুরু পার্ক সার্কাসে

Must read

নাজির হোসেন লস্কর:  সেজে উঠেছে পার্ক সার্কাস (Park Circus) ময়দান। বিগত বছরগুলির মতো এবছরও মহা আড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বৈচিত্র্যের মাঝে মহামিলনের উৎসব। আজ, শুক্রবার উৎসবের সূচনা, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত৷ বাংলায় বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক আদানপ্রদান ফুটিয়ে তুলতে মিলন উৎসবের আয়োজন করে থাকে সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ বিধিবদ্ধ সংস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম (ডব্লুবিএমডিএফসি)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত বৈচিত্র্যের মাঝে মহামিলনের এই উৎসবে থাকছে বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প, রন্ধনাদি এবং সংস্কৃতির মেলবন্ধনে৷ এটি কেবলমাত্র হস্তশিল্প মেলা বা সাংস্কৃতিক মিলনোৎসব নয়, চাকরির খোঁজে থাকা যুবক-যুবতীদের দিশা দেখাতে উৎসব প্রাঙ্গণেই বসছে ‘জব মেলা’র আসর। পাশাপাশি থাকছে বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিং, স্বাস্থ্যপরীক্ষা শিবির, বিজ্ঞান প্রদর্শনী, সামাজিক মাধ্যম সম্পর্কিত সচেতনতা৷ রয়েছে খাদ্যরসিকদের জন্য ফুড কোর্টে রকমারি পদও৷
ডব্লুবিএমডিএফসি-র ম্যানেজিং ডিরেক্টর শাকিল আহমেদের কথায়, মহামিলনের উৎসবে নানা সম্প্রদায়ের নানা ঐতিহ্যের আয়োজন করা হয়৷ মেলা প্রাঙ্গণের একদিকে যেমন বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক চর্চা চলে, তেমন বিভিন্ন জেলার হস্তশিল্পের স্টল থেকে পেয়ে যাবেন চিকনকারি, জরি, বুটিক, কাঠের কাজ, কার্পেট ও পাটজাত দ্রব্যের সমাহার৷ এবারে ১৪০টি হস্তশিল্প স্টলের মধ্যে ৮০টি ডব্লুবিএমডিএফসি-র আর্থিক সহযোগিতা পেয়েছে৷ অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য রাজ্য সরকারের নানা প্রকল্পের বিষয়েও চলবে সচেতনতা৷ জব ফেয়ারে এসবিআই লাইফ, ব্লু ডার্ট, ফ্লিপকার্টের মতো প্রথম সারির বিভিন্ন সংস্থায় চাকরিপ্রার্থীরা কর্মসংস্থানের সুযোগ পান৷ গতবছর এখান থেকে ৭৪৬ জন চাকরি পেয়েছিলেন৷ এবার অনেকটাই বাড়বে বলে মনে করেন ম্যানেজিং ডিরেক্টর৷
উৎসবে এবার প্রধান আকর্ষণ হিসেবে বিত্ত নিগম চাইছে স্বরোজগার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রতি সংখ্যালঘু যুবক–যুবতীদের আকৃষ্ট করতে৷ শাকিল আহমেদ বলেন, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক প্রশিক্ষণের পাশাপাশি বিনা খরচে ডব্লুবিএমডিএফসি বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে৷ আমরা চাই সংখ্যালঘু যুবক–যুবতীরা স্বনির্ভতার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের উপযুক্ত করে তুলুক৷ যাতে আগামী দিনে স্বনির্ভর অথবা কর্মপ্রার্থী হিসেবে নিজেকে চাকরির দাবিদার করে তুলতে পারে৷ ফলে কেরিয়ার নিয়ে চিন্তিত হোন কিংবা খাদ্যরসিক থেকে সংস্কৃতিপ্রেমী মানুষ—এঁদের এখন ঠিকানা হতেই পারে পার্কসার্কাস (Park Circus) ময়দানে আয়োজিত বৈচিত্র্যের মাঝে মহামিলনের এই উৎসব৷

আরও পড়ুন: ২৪-এ দাঁড়িয়ে ২৫-এর বার্তা, সন্দেশখালির মমতাময় আহ্বান

Latest article