নামখানার (Namkhana) মৌসুনি দ্বীপে (Mousuni Island) আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনার ফলে ভস্মীভূত হয়ে হয়ে গেল একটি বিচ ক্যাম্পের একাংশ। আজ, ভোর ৫টা নাগাদ পর পর অনেকগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আকার ধারণ করে এই অগ্নিকাণ্ড। প্রাথমিকভাবে স্থানীয়রা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ফল হয়নি। যদিও আজকের এই ঘটনায় হতাহতের খবর নেই। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়।
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত এই দ্বীপটি খুব জনপ্রিয় একটি পর্যটনস্থল। বছরের বেশির ভাগ সময়ে পর্যটকদের যাতায়াত লেগেই থাকে। জানা যায়, যে কটেজটিতে আগুন লেগেছে, ঘটনার সময় সেখানে কেউ ছিলেন না। বৃহস্পতিবার ভোর রাতে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খুব দ্রুত পুরো কটেজে আগুন ধরে যায়। রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলেই জানা গিয়েছে। এই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। যে কটেজে আগুন লাগে সেখানে কোন পর্যটক ছিলেন না। রিসর্টের অফিস, রান্নাঘর, স্টোর রুম এবং ডাইনিং রুমে আগুন দ্রুত ছড়িয়ে যায়। চারটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কটেজের আধিকারিকরা। শুধু তাই নয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়েছে আজকের ঘটনায়। কটেজটি বাঁশ এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার নিয়েছে। এরপরেই লজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তাই জলের পাম্প চালানো যায় নি এবং আগুন নেভাতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। পুজোর মুখে এমন ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক।