সুনীলকে নিয়ে তথ্যচিত্র ফিফার

Must read

প্রতিবেদন : ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) জন্য ফিফা ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ (Captain fantastic) নামে একটি সিরিজ প্রকাশ করল। যা ভারতীয় ফুটবল ফেডারেশন এবং প্রত্যেক ভারতীয় ফুটবলপ্রেমীর জন্য গর্বের বিষয়। ভারত কখনও ফিফা বিশ্বকাপ খেলেনি। অথচ, সেই দেশের এক জন বিশ্ব ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। আর বিশ্বের সক্রিয় ফুটবলারদের তালিকায় সুনীল রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির পর তৃতীয় স্থানে। ১১৭ গোল করে সিআর সেভেন রয়েছেন সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে। আর মেসির মোট ৯০ গোল থেকে মাত্র ছ’টি গোল পিছনে সুনীল। ডকু সিরিজের মাধ্যমে ভারতের ফুটবল আইকনকে কুর্নিশ ফিফার।

আরও পড়ুন-ফেডেরারের মতোই অবসর চান জকো

সুনীলকে (Sunil Chhetri) নিয়ে তথ্যচিত্রের (Captain fantastic) সিরিজ প্রকাশ করে ফিফার ট্যুইট, ‘‘আপনারা রোনাল্ডো এবং মেসি সম্পর্কে সব জানেন। এবার সক্রিয় আন্তর্জাতিক ফুটবলার হিসেবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সম্পর্কে আপনারা জানবেন। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ডকু সিরিজটি ফিফা প্লাসে দেখা যাবে।’’ সুনীলের জীবন নিয়ে তৈরি সিরিজটিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে।

Latest article