জুরিখ বৈঠকে ফিফা প্রেসিডেন্ট, ফুটবল শান্তি আনে, দ্বন্দ্ব থামাতে পারে না

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যানন্তিনো বললেন, না সেটা পারে না। ফুটবল মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু এটা পারে না।

Must read

জুরিখ, ৩ অক্টোবর : বিশ্ব জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। কোথাও যুদ্ধ, কোথাও যুদ্ধ-যুদ্ধ ভাব। ফুটবল কি পারে জিওপোলিটিক্যাল সমস্যা দূর করতে? ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যানন্তিনো বললেন, না সেটা পারে না। ফুটবল মানুষকে আনন্দ দিতে পারে কিন্তু এটা পারে না।
ফিফা প্রেসিডেন্টের এই মন্তব্য মূলত ইজরায়েল ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নিয়ে। ফিফা কাউন্সিল মিটিংয়ে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার মধ্যে ফিফার শীর্ষকর্তা এই কথা বলেছেন। তবে তিনি বলেছেন, আমরা ফুটবলের শক্তি দিয়ে বিভক্ত পৃথিবীতে শান্তি আনতে বদ্ধপরিকর। আর ফিফা ফুটবলকে আরও ছড়িয়ে দিয়ে এই কাজ করে যাবে যাতে শান্তি ও একতা বজায় থাকে।

আরও পড়ুন-বিশ্ব ভারোত্তোলনে রুপো পেলেন চানু

জুরিখে ইনফ্যান্তিনো প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিব্রিল রাজবের সঙ্গে বৈঠক করেছেন। তিনি পরে এই খবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই পোস্টে কোথাও ইজরায়েলের নাম আসেনি। কিন্তু ২০২২-এ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে ব্যান করেছিল ফিফা। ফলে সেই প্রসঙ্গ আসছে। নরওয়ের ফুটবল কর্তা লিজ ক্লাভেনেস বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন রাশিয়াকে ব্যান করা গেলে ইজরায়েলকেও করা যায়। ১১ অক্টোবর অসলোতে নরওয়ে বিশ্বকাপের বাছাই-পর্বে ইজরায়েলের মুখোমুখি হবে। বর্তমানে তারা ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। ইতালি ও ইজরায়েলের ৯ পয়েন্ট। তারা দ্বিতীয় স্থানে।

Latest article