বাড়ির আলমারি থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ! আলিপুরে তদন্তে পুলিশ

Must read

আলোর উৎসবে নিভে গেল প্রদীপ। রবিবার সন্ধেয় আলিপুরে (Alipore) বাড়ির আলমারি থেকে উদ্ধার হল পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শহরের এক নামী বেসরকারি স্কুলের ছাত্রী ছিল ১১ বছরের নাবালিকা। রবিবার সন্ধেয় তার বাবা অফিসে ছিলেন, মা গিয়েছিলেন দিওয়ালির বাজার করতে। ফিরে এসে তার মা ঘরের বাইরে থেকে বারবার ডাকলেও কোনও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ঘরের সমস্ত জায়গায় মেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকেন। না পেয়ে সন্দেহ হওয়ায় আলমারি খোলেন। তখনই মেয়েকে আলমারির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন।

আরও পড়ুন- আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, গ্রেফতার লালু-পুত্র

পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছে সে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যু কারণ জানা যাবে। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। নাবালিকার সহপাঠী ও পরিবারের সদস্য সকলকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Latest article