প্যারালিম্পিকে পঞ্চম পদক, এবার শুটিংয়ে ব্রোঞ্জ রুবিনার

পুরুষদের ব্যাডমিন্টনের এলএল ফোর বিভাগের সেমিফাইনালে উঠেছেন দুই ভারতীয় শাটলার সুকান্ত কদম এবং সুহাস যথিরাজ।

Must read

প্যারিস, ৩১ অগাস্ট : প্যারালিম্পিকের তৃতীয় দিনেও শুটিং থেকে আরও একটি পদক এল ভারতের ঝুলিতে। শনিবার প্যারিসে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলের এসএইচ ওয়ান ইভেন্টে ব্রোঞ্জ পেলেন ভারতের রুবিনা ফ্রান্সিস। চলতি প্যারালিম্পিকে যা ভারতের পঞ্চম পদক। সব মিলিয়ে শ্যুটিং থেকে পদক এল চার-চারটি। ফাইনাল রাউন্ডে ২১১.১ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ নিশ্চিত করেন রুবিনা। এই ইভেন্টে সোনা জিতেছেন ইরানের সারেহ জাভানমারদি। তাঁর স্কোর ২৩৬.৮ পয়েন্ট। রুপো পেয়েছেন তুরস্কের আয়সেল ওজগান। তিনি ২৩১.১ স্কোর করেছেন।

আরও পড়ুন-জোড়া বাউন্সার নিয়ে দোটানায় বিসিসিআই

যোগ্যতা অর্জন পর্বে রুবিনা ছিলেন ষষ্ঠ স্থানে। যদিও ফাইনাল রাউন্ডের শুরু থেকেই পদকের দাবিদার হয়ে ওঠেন তিনি। একটা সময় তো দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন ভারতীয় শুটার। কিন্তু শেষ কয়েকটা শট বাজে নিয়ে তৃতীয় স্থানে নেমে আসেন। প্রসঙ্গত, টোকিও প্যারিলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন রুবিনা। কিন্তু সেবার সপ্তম স্থানে শেষ করে হতাশ করেছিলেন। সেই আক্ষেপ প্যারিসে মেটালেন ভারতীয় শুটার।
এদিকে, শনিবারই আরও একটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারত। পুরুষদের ব্যাডমিন্টনের এলএল ফোর বিভাগের সেমিফাইনালে উঠেছেন দুই ভারতীয় শাটলার সুকান্ত কদম এবং সুহাস যথিরাজ। ফলে অন্তত একটি পদক নিশ্চিত ভারতের।

Latest article